ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

নতুন দিন নতুন কিনারা খুললো; টেনিস বলের ভিতরে মাদক ভরে পাঠানো হত জেলে

নতুন দিন নতুন কিনারা খুললো; টেনিস বলের ভিতরে মাদক ভরে পাঠানো হত জেলে
নতুন দিন নতুন কিনারা খুললো; টেনিস বলের ভিতরে মাদক ভরে পাঠানো হত জেলে
Rate this post

বেঙ্গলি পোর্টাল: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের কিনারা করতে গিয়ে মহারাষ্ট্রের একাধিক জায়গায় মাদকের রমরমার কথা জানা যায়। তারপরেই মাদক উদ্ধারে নেমে পড়ে পুলিশ ও NCB আধিকারিকরা। একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় রাজ্যজুড়ে৷

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

জেলের পাশে খেলার মাঠে শিশুরা ক্রিকেট খেলে টেনিস বল দিয়ে। সেখান থেকে মাঝে মধ্যেই জেলের পাঁচিল টপকে দু একটি উড়ে এসে পড়ে জেলের ভিতর। খুব স্বাভাবিক এই ঘটনায় রহস্যের কোনো গন্ধই কোনোদিন পাননি জেল কর্তৃপক্ষ। কিন্তু এর আড়ালেই মহারাষ্ট্রের কোলাপুরের কলম্বা জেলে চলছিল মাদক পাচারের অভিনব কৌশল।

আরও পড়ুন: ফুচকায় নাকি শৌচাগারের জল দেওয়া হচ্ছে

শিশুদের কাছ থেকে ব্যাট নিয়ে বল মেরে দিল এর মধ্যে পাঠিয়ে দেওয়া হতো মাঝে মধ্যেই। পরের সন্দেহের বশে তিনজনকে এই কান্ডে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে গাঁজা ও টেনিস বল উদ্ধার হয়েছে। জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, শনিবার পশ্চিম মুম্বাই ও নবী মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় হানা দেয় NCB অফিসাররা। সেখানে বেশ কিছু তথ্য জানা যায় বলে জানিয়েছে NCB আধিকারিকরা।

Leave a Reply