ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ITBP হেড কনস্টেবল কর্মী নিয়োগ 2022 – ITBP Recruitment 2022 Apply Online for Head Constable Posts

ITBP Recruitment 2022
ITBP Recruitment 2022
Rate this post

[ad_1]

ITBP হেড কনস্টেবল কর্মী নিয়োগ 2022 – ITBP Recruitment 2022 Apply Online for Head Constable Posts

ITBP হেড কনস্টেবল কর্মী নিয়োগ 2022 – ITBP Recruitment 2022: চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। উৎসবের মরসুমে চাকরি প্রার্থীদের মুখে এবার হাসি ফোটার পালা। কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

ITBP হেড কনস্টেবল কর্মী নিয়োগ 2022 নিয়োগকারী সংস্থা :

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনী (Indo-Tibetan Border Police Force)

ITBP হেড কনস্টেবল কর্মী নিয়োগ 2022 পদের নাম :

হেড কনস্টেবল (Head Constable) পদে নিয়োগ করা হবে।

ITBP হেড কনস্টেবল কর্মী নিয়োগ 2022 শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদনের জন্য শারীরবিদ্যায় ডিগ্রি অর্জন করতে হবে।

ITBP হেড কনস্টেবল কর্মী নিয়োগ 2022 বয়সসীমা :

২০২২ সালের ১১ নভেম্বর অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

ITBP হেড কনস্টেবল কর্মী নিয়োগ 2022 বেতন :

প্রতি মাসে বেতন মিলবে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।

ITBP হেড কনস্টেবল কর্মী নিয়োগ 2022 আবদেন পদ্ধতি :

পশ্চিমবঙ্গের যেকোনও জেলার ছেলে ও মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন। অনলাইনেই করা যাবে আবেদন। আবেদন করার আগে www.recruitment.itbppolice.nic.in এ গিয়ে প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।

ITBP হেড কনস্টেবল কর্মী নিয়োগ 2022 আবেদন মূল্য :

অসংরক্ষিত প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ১০০ টাকা করে দিতে হবে। মহিলা বা প্রাক্তন কর্মী, তফসিলি উপজাতি ও তফসিলি জনজাতিদের থেকে আবেদন মূল্য বাবদ কোনও টাকা নেওয়া হবে না।

ITBP হেড কনস্টেবল কর্মী নিয়োগ 2022 আবেদন শুরুর তারিখ :

১৩ অক্টোবর থেকে শুরু হবে আবেদেন।

ITBP হেড কনস্টেবল কর্মী নিয়োগ 2022 আবেদনের শেষ তারিখ :

১১ নভেম্বর অবধি আবেদন করা যাবে।

ITBP হেড কনস্টেবল কর্মী নিয়োগ 2022 নির্বাচন পদ্ধতি :

কয়েক ধাপে প্রার্থী বাছাই প্রক্রিয়া চলবে। লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

[ad_2]

Leave a Reply