ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

একুশের মেনুতে থাকছে ট্রেডমার্ক ‘ডিম ভাত’, সঙ্গে আর কি কি

একুশের মেনুতে থাকছে ট্রেডমার্ক ‘ডিম ভাত’, সঙ্গে আর কি কি
Rate this post

[ad_1]

একুশের মেনুতে থাকছে ট্রেডমার্ক 'ডিম ভাত', সঙ্গে আর কি কি

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে পর পর দু’বার ভার্চুয়াল সভা হওয়ার পর এই বছর আগের মতই পুরনো মেজাজে হবে একুশের সমাবেশ। একুশের এই সমাবেশকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকদের আগমন হতে শুরু করেছে শহর ও শহরতলীতে। বিভিন্ন জায়গা থেকে আগত এই কর্মী সমর্থকদের জন্য দলীয় ভাবে প্রতিবছরের মত খাবারের আয়োজন রাখছে তৃণমূল।

তৃণমূল কর্মী সমর্থকদের জন্য প্রতি বছরের এই বছরও খাবারের মেনুতে থাকছে ট্রেডমার্ক ডিম ভাত। তবে এই ডিম ভাত ছাড়াও সব ধরনের কর্মী সমার্থক অর্থাৎ নিরামিশাষী কর্মী সমর্থকদের কথা চিন্তা করে খাবারের মেনুতে আরও একাধিক পদ রাখা হয়েছে।

দু’বছর এইভাবে ধর্মতলায় সমাবেশ বন্ধ থাকার পর এই বছর সমাবেশ হওয়ার কারণে ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কয়েক লক্ষ মানুষের সমাগম হবে তা আন্দাজ করেছে। সেই আন্দাজের পরিপ্রেক্ষিতেই শাসক দল তৃণমূল ইতিমধ্যেই পর্যাপ্ত ব্যবস্থা রাখতে শুরু করেছে। শহরের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের থাকার জন্য ক্যাম্প করা হয়েছে। কারণ বিভিন্ন জেলার প্রান্ত এলাকা থেকে বুধবার থেকেই কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন।

গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, বিধাননগর সেন্ট্রাল পার্ক, শিয়ালদা সহ বিভিন্ন জায়গায় এই সকল ক্যাম্প করা হয়েছে তাদের থাকার জন্য। সেখান থেকেই তারা রাত কাটিয়ে ভোর হতে রওনা দেবেন মঞ্চের দিকে। এই যে সকল ক্যাম্প করা হয়েছে তাদের থাকার জন্য সেই সকল ক্যাম্পেই রান্না করে খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।

এই সকল তৃণমূল কর্মী সমর্থকদের খাবারের মেনুতে ট্রেডমার্ক ডিম ভাত ছাড়াও নিরামিষাসী কর্মী সমর্থকদের জন্য থাকছে আলু পটলের তরকারি, ডাল, আলু সেদ্ধ ইত্যাদি। তৃণমূল সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

[ad_2]

Leave a Reply