ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ত্রিকোনাসন যোগা করার নিয়ম, পদ্ধতি ও উপকারিতা: Rules, Methods And Benefits Of Trikonasana

Trikonasana
Trikonasana
Rate this post

ত্রিকোনাসন যোগা করার নিয়ম ও পদ্ধতি-Rules and Methods Of Trikonasana:

ত্রিকোণাসন (Trikonasana) যোগা করার পদ্ধতি: প্রথমে শরীর সােজা রেখে দাঁড়ান। এবার দুই পা আড়াই, থেকে তিন ফুট পরিমাণ ফাঁক করুন। এরপর হাত দুটো শরীরের দুপাশে কাঁধ বরাবর উঁচু করুন। হাতের তালু নিম্নমুখী করে রাখুন। (1 নং ছবির মতাে)

Trikonasana
Trikonasana

এবার পা থেকে কোমর পর্যন্ত শরীর সােজা রেখে সামনে/পেছনে ঝুঁকে আস্তে আস্তে ডান দিকে বাঁকা করুন। খেয়াল রাখুন যেন হাঁটু না ভাঙে। এবার আস্তে আস্তে ডান দিকে বাঁকিয়ে ডান পায়ের পাতা স্পর্শ করতে চেষ্টা করুন। সহজভাবে যতটুকু হাত যায় ততটুকুই রাখুন। কিছুদিন অভ্যাস করলে আসনটি সঠিক ভঙ্গিমায় করতে পারবেন। এভাবে প্রথমে ডানদিকে, পরে বামদিকে করুন। একবার ডানে আর একবার বামে মিলে হয় এক প্রস্থ। এভাবে তিন থেকে পাঁচ প্রস্থ করতে পারেন।

আরও পড়ুন : হস্তপদাসন করার নিয়ম, পদ্ধতি ও উপকারিতা

প্রত্যেক পাশে অবস্থানে সময় নিন 10 থেকে 15 সেকেন্ড দম স্বাভাবিক রাখুন। যেদিকে বাঁকাবেন সেদিকের হাত নিচে ও অপর হাত মাথার ওপরে তুলে রাখুন। দৃষ্টি থাকবে ওপরের হাতের আঙুলে। (2 নং ছবির মতাে)

ত্রিকোনাসন
ত্রিকোনাসন

ত্রিকোনাসন যোগা করার উপকারিতা-Benefits Of Trikonasana:

1. এ আসনটি কোমরের চর্বি কমিয়ে কোমরকে সরু ও সুন্দর করে তােলে।

2. মেরুদণ্ডে আড়াআড়ি টান পড়ায় মেরুদণ্ড নমনীয় ও কমনীয় থাকে। মেরুদণ্ডে রক্ত চলাচল বাড়ায়, পুষ্টি যােগাতে সাহায্য করে।

3. পিঠের মাংস পেশিকে মজবুত রাখে। ফলে পিঠে ব্যথা বেদনা হতে পারে না।

আরও পড়ুন : শবাসন করার নিয়ম, পদ্ধতি ও উপকারিতা

4. সায়াটিকা রােগ প্রতিরােধ করে।

5. হাত পা বুক পিঠের গঠন সুন্দর করে।

6. কিডনিতে রক্ত চলাচল বাড়ে। ফলে কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

7. এছাড়াও এড্রিনাল গ্ল্যান্ডকে সুস্থ ও সক্রিয় রাখতে এ আসনটি নিয়মিত করা দরকার। কারণ, এড্রিনাল গ্ল্যান্ড কোনাে কারণে অসুস্থ হলে রক্তচাপ কমে যেতে পারে, পরিপাক ক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে। ক্ষুধা কমে যেতে পারে, অলসতা আসতে পারে। তাই আসনটি প্রতিদিনই করা দরকার।

আরও পড়ুন : উজ্জীবন যোগ ব্যায়াম করার নিয়ম, পদ্ধতি ও উপকারিতা

Leave a Reply