কার কখন কিভাবে মৃত্যু নেবে আসবে সেকথা কেউ বলতে পারেনা। কিছুদিন আগেই শাসকদলের হয়ে নমিনেশন করেছিলেন তৃণমূল নেতা মোহাম্মদ হাবিব। কিন্তু হঠাৎ করেই ঘটলো অঘটন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে হারাহার একাকায় পিকাপ ও মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু হলো গোয়ালগা বুথের তৃণমূল মনোনীত প্রার্থী তথা কুশমন্ডি ব্লক যুব সম্পাদক মোহাম্মদ হাবিবের । রবিবার বিকেল বেলা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।
দেহ উদ্ধার করে প্রথম অবস্থায় কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । জানাগেছে এইদিন শ্বশুড় বাড়ি সিন্তর থেকে ফিরছিলেন তিনি। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছান বিধায়িকা রেখা রায়, জেলা যুব তৃণমূল সভাপতি আম্বিরিস সরকার সহ অন্যান্যরা। এলাকায় নেমেছে শোকের ছায়া।