ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

BJP লেখা গেরুয়া টি শার্ট পরার অপরাধে মারধর বাবা ও মেয়েকে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

BJP লেখা গেরুয়া টি শার্ট পরার অপরাধে মারধর বাবা ও মেয়েকে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
BJP লেখা গেরুয়া টি শার্ট পরার অপরাধে মারধর বাবা ও মেয়েকে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Rate this post

Bengaliportal: দোলের দিনও রাজনৈতিক উত্তেজনা সিঁথি থানা এলাকায়। বিজেপি লেখা টি-শার্ট পরার জন্য এক প্রৌঢ়কে মারধর করার অভিযোগ উঠল। এমনকী ওই ব্যক্তিকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে তাঁর মেয়ের উপরেও হামলা করা হয় বলে অভিযোগ। এই মারধরের পিছনে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও গোটা ঘটনায়  জড়িত থাকার কথা অস্বীকার করেছে তারা।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দোলের দিন দুপুরে সাইকেলে করে সিঁথি ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই প্রৌঢ় এবং তাঁর বছর পনেরোর মেয়ে। প্রৌঢ়র গায়ে ছিল গেরুয়া টি-শার্ট এবং তাতে লেখা ছিল বিজেপি। তাঁরা যখন ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন সেখানে দোল খেলা হচ্ছিল, বাজছিল ‘খেলা হবে’ গানও।

অভিযোগ, ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় প্রৌঢ় এবং তাঁর মেয়ের সাইকেল টেনে ধরে কয়েকজন। সাইকেল থেকে প্রৌঢ়কে নামানো হয় বলে অভিযোগ। বিজেপি লেখা গেরুয়া টি-শার্ট পরা নিয়ে প্রথমে বচসা,  পরে হাতাহাতিও হয় বলে অভিযোগ। শেষে ওই প্রৌঢ়কে মারধর করে তাঁর গেরুয়া টি-শার্ট ছিঁড়ে দেওয়া হয়। বাবাকে বাঁচাতে গিয়ে মার খায় কিশোরীও। তার চোখের তলায় আঘাতের চিহ্ন রয়েছে।

Leave a Reply