Bengaliportal: কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রর সঙ্গে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় দোল অনুষ্ঠানের ছবি ফেসবুকে শেয়ার করে একথাই লিখলেন শ্রীলেখা মিত্র।
ভোটের আবহে বামেদের হয়ে বিভিন্ন মঞ্চে সরব হয়েছেন শ্রীলেখা। নিজেকে বাম সমর্থক বলতেই পছন্দ করেন তিনি। তাই কখনও নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে প্রচার করতে চলে যাচ্ছেন, আবার কখনও নিউটাউনে সপ্তর্ষি দেবের সঙ্গে প্রচার করছেন। এরই মাঝে বিজেপির তারকা প্রার্থী ও তৃণমূলের ‘প্রভাবশালি’ মদন মিত্রর একসঙ্গে দোল উৎসবে যোগ দেওয়া নিয়ে কটাক্ষ করেন অভিনেত্রী। এনিয়ে আরও একটি পোস্ট করেছেন তিনি। যেখানে একদিকে নিজের উপর হওয়া হামলার প্রতিবাদে মীনাক্ষীকে অবস্থান বিক্ষোভ করতে দেখা যাচ্ছে, অন্যদিকে মদন মিত্রর সঙ্গে শ্রাবন্তী, তনুশ্রী, পায়েলদের ছবি তুলতে দেখা যাচ্ছে। এই পোস্টের ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন, “সম্পূর্ণ চালচিত্র।”
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
রবিবার একটি বেসরকারি চ্যানেলের দোল অনুষ্ঠানে মদন মিত্র, শ্রাবন্তী, পায়েল এবং তনুশ্রীকে দেখা গিয়েছিল। সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কের সৃষ্টি হয়। যদিও তনুশ্রী-পায়েলদের কথায়, অনুষ্ঠানটি শুধুমাত্র রঙের উৎসব ছিল। তাতে কোনও রাজনৈতিক রং ছিল না।