ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভোটের মুখে দল বদলের ন্যায় প্রার্থী বদলের পালা অব্যাহত গেরুয়া শিবিরের

ভোটের মুখে দল বদলের ন্যায় প্রার্থী বদলের পালা অব্যাহত গেরুয়া শিবিরের
ভোটের মুখে দল বদলের ন্যায় প্রার্থী বদলের পালা অব্যাহত গেরুয়া শিবিরের

Bengaliportal: ভোটের মুখে বড়ো ধাক্কা বিজেপির। মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থী জানতে পারলেন, তিনি নন, বর্ধমানের গলসি থেকে লড়বেন অন্য কেউ। ফলে মনোনয়ন পেশের ঠিক আগেই আশাহত হয়ে ফিরতে হল পূর্বঘোষিত বিজেপি প্রার্থী তপন বাগদিকে। তাঁর পরিবর্তে বিকাশ বিশ্বাস নামে নতুন প্রার্থীকে নির্বাচনী লড়াইয়ে নামাচ্ছে গেরুয়া শিবির। সোমবারই বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে, বর্ধমানের গলসি কেন্দ্রে তপন বাগদির বদলে প্রার্থী হচ্ছেন বিকাশ বিশ্বাস। এই ঘোষণা শুনে বিস্মিত নতুন প্রার্থীও। তাঁর কাছেও এমন কোনও আভাস ছিল না বলেই জানাচ্ছেন। এই পরিস্থিতিতে নিজের আশু কর্তব্য স্থির করতে পারেননি বিকাশ বিশ্বাস।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

আগামী ২২ এপ্রিল, ষষ্ঠ দফায় ভোটগ্রহণ বর্ধমানের গলসি কেন্দ্রে। তার আগে সোমবার বহু কর্মী, সমর্থককে সঙ্গে নিয়ে গেরুয়া বর্ণে নিজেকে রাঙিয়ে মনোনয়ন পেশ করতে গিয়েছিলেন গলসির বিজেপি প্রার্থী তপন বাগদি। কিন্তু তা জমা দেওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি জানতে পারেন, মনোনয়ন জমা দিতে তাঁকে নিষেধ করা হচ্ছে।আর তাতেই অবাক হয়ে যান তিনি। পরে বেরিয়ে জানতে পারেন, গলসি কেন্দ্রে তাঁকে বাতিল করে বিকাশ বিশ্বাসকে প্রার্থী করছে গেরুয়া শিবির। এই ঘোষণায় তাঁর সঙ্গে থাকা অনুগামীদের মন খারাপ হয়ে যায়।

প্রসঙ্গত, দিন তিনেক আগে তাঁকে পার্টি অফিসে ডেকে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া এমনই ইঙ্গিত দিয়েছিলেন। তপন বাগদির কথায়, ”আমাকে সেদিন উনি ডেকে বলেছিলেন, প্রচার না করতে। কিন্তু আমার প্রার্থীপদ বাতিল হবে, সে বিষয়ে কিছু বলেননি। আমিও বুঝিনি। তাই মনোনয়ন জমা দিতে এসেছিলাম। এখন আমাকে আবার কথা বলে দেখতে হবে।”

Leave a Reply