ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে সরাসরি ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ – WB Bank Job Recruitment 2023

WB Bank Job Recruitment 2023
WB Bank Job Recruitment 2023
Rate this post

WB Bank Job Recruitment 2023: পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য নতুন একটি কর্মসংস্থানের সুযোগ। সাম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে বন্ধন ব্যাংকের তরফে পার্মানেন্টলি ভাবে ব্যাংকের স্টাফ পদে কর্মী নিয়োগ (পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে সরাসরি ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ) করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন তাদের জন্য অবশ্যই এটি বিশাল বড় একটি সুখবর। এখানে মূলত ব্যাংকিং স্টাফ তথার ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন প্রান্তের বাসিন্দারাই এখানে আবেদন করার সুযোগ পাবেন ও চাকরি করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে পারবেন শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

পদের নাম: পশ্চিমবঙ্গের স্বনামধন্য বন্ধন ব্যাংকের তরফে এখানে যে পদের জন্য মূলত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো ডাটা এন্ট্রি অপারেটর।

বেতন: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করবেন তাদের প্রতি মাসে ১৪,৫০০/- টাকা থেকে ২২,৮০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়স: এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই ১৮ বছরের বেশি।

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে গেলে চাকরিপ্রার্থী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অবশ্যই গ্রাজুয়েশন পাস। অর্থাৎ যারা স্নাতক পাস করে চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন। এছাড়াও চাকরিপ্রার্থীর কম্পিউটারের নলেজ থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি: এখানে চাকরি পাওয়ার সবথেকে বড় সুখবর হলো চাকরিপ্রার্থীদের এখানে আগে থেকে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউ দিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ইন্টারভিউয়ে সিলেকশন হলেই চাকরি-প্রার্থীদের সরাসরি কাজে নিযুক্ত করা হবে।

কাজের ভূমিকা ও দায়িত্ব: (ব্যাক অফিসের দায়িত্ব, শাখার কাজ, কোর ব্যাংকিং সেগমেন্ট) (Back Office Corporate Department)

কীভাবে আবেদন করবেন? 

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কয়েকটি মাধ্যমে আবেদন করতে পারবে। প্রথমে প্রাথীকে একটি সুন্দর বায়োডাটা প্রস্তুত করতে হবে এবং সেই বায়োডাটা নিচে দেওয়া HR এর Email / WhatsApp এ পাঠাতে পারবেন। এছাড়াও সরাসরি ফোন কল করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। 

নিয়োগ প্রক্রিয়া : প্রার্থীদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না এমনটায় জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, ইন্টারভিউ নিচে উল্লেখিত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে। 

ইন্টারভিউ-র দিন কী কী প্রয়োজনীয়:

  1. বায়োডাটা (Biodata)
  2. পাসপোর্ট সাইজের ছবি 
  3. আপনারা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র (এডমিট বা মার্কশিট)
  4. প্রমাণ পত্র (আধার বা ভোটার কার্ড)

ইন্টারভিউ-র আরও কিছু জরুরি বার্তা:

  1. ইন্টারভিউ-র সময় হবে সকাল 10 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত (আরও বিস্তারিত Email / Mobile নম্বরে যোগাযোগ করে দেখে নিবেন) 

Email: [email protected]

এই ইমেইলে বায়োডাটা পাঠাতে পারেন। 

কল করুন HR :- 7890017987 / 7890889909 (এছাড়াও What’s App)

ইন্টারভিউ-র দিন ড্রেস কোড হবে ভারতীয় ফর্মাল পোশাক (জিন্স পড়ে ভিতরে ঢুকতে দেওয়া হবে না) 

সুবিধা:

  1. সেল ফোনের প্রতিদান
  2. স্বাস্থ্য বীমা
  3. জীবনবীমা
  4. তহবিল
  5. সময়সূচী:- দিনের শিফট
  6. সম্পূরক বেতন:- কাজের নিপুনতার পুরস্কার, বার্ষিক বোনাস

Leave a Reply