WBPSC Civil Judge Recruitment 2023 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। 10/01/2023 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে। নীচে অনলাইনে আবেদন করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে।
WBPSC Civil Judge Junior Division Vacancy 2023 -এ ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করতে পারবে। সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না এবং বয়সের ক্ষেত্রে ছাড় থাকছে।
WBPSC Judicial Service Department Recruitment 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
WBPSC Civil Judge Recruitment 2023 – রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনে জুডিশিয়াল সার্ভিসে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 2023 আবেদন করুন
পদের নাম
Civil Judge (Jr. Divn.)
মোট শূন্যপদ
সবমিলিয়ে মোট 29 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
প্রতি মাসে 27,700-44,770/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন শুরু- 10/01/2023
আবেদন শেষ- 31/01/2023
বয়সসীমা
- আবেদনকারীর বয়স 23 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে।
- সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
- বয়স হিসাব করতে হবে 30/12/2022 তারিখের ভিত্তিতে।
আবশ্যিক যোগ্যতা
- এই পদে আবেদন করার জন্য অবশ্যই আইনের ডিগ্রি থাকতে হবে।
- বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
- আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য
উক্ত পদে আবেদনের জন্য 210/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এসসি, এসটিদের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে।
- এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে।
- নিম্নে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ 31/01/2022 (3:00 PM)
প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র
- বসবাসের প্রমাণপত্র
- অভিজ্ঞতার শংসাপত্র
- পাসপোর্ট সাইজ ছবি
- অন্যান্য নথিপত্র
Important Links
Official Notification: | Download |
Official Website: | Click Here |