বেঙ্গলি পোর্টাল: রাজ্য সরকারি কর্মচারীদের নতুন বছরের শুরুতেই ৩ শতাংশ ডিএ (DA) মিলবে জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন এর জন্য রাজ্যের প্রায় ২ হাজার কোটি টাকা খরচ হবে।
এদিন রাজ্য সরকারি কর্মী সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে সেই বৈঠকে তাঁদের অভাব-অভিযোগ শোনেন তিনি। এরপরই মহার্ঘভাতা দেওয়ার বিষয়টি জানিয়ে দেন। বলেন, “কোভিড পরিস্থিতি চলছে। রাজ্য সরকারের হাতে টাকা কম। তবু প্রতি বছরের মতো এবারও জানুয়ারি মাসে ৩ শতাংশ ডিএ পাবেন আপনারা। যেখান থেকেই হোক টাকা জোগার করব।” সূত্রের খবর, প্রতি বছর এই সময় রাজ্য সরকারি কর্মচারীরা ২ শতাংশ ডিএ পান। এবার ১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
সকালে এক টুইটে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকেও সে কথা তুললেন তিনি। মমতার অভিযোগ, “কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা বলতে দেওয়া হয় না। শ্রমিকদের চুপ করিয়ে রাখা হচ্ছে। তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত। যে কোনও সময় চাকরি কেড়ে নেওয়া হচ্ছে।” কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্যের কর্মচারীরা ভাল আছেন বলে মত প্রকাশ করেছেন মমতার। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে তীব্র ভাবে কটাক্ষ করেছেন বিরোধী দলের নেতারা।
আরও পড়ুন: করোনা পরিস্থিতির মধ্যেই প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি