প্রতিরক্ষা দপ্তরে স্টেনোগ্রাফার নিয়োগ 2023: ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক দপ্তরের অধীনস্থ অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির তরফে ADA Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। স্টেনোগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।
ADA Stenographer Recruitment 2023 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তবে অফলাইনে আবেদনপত্রের প্রিন্ট কপি পাঠাতে হবে। পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো যাবে। ইতিমধ্যেই 21/12/2022 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে।
ADA Assistant Recruitment 2023 -আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম
- Assistant
- Stenographer
মোট শূন্যপদ
- Assistant- 11 টি
- Stenographer- 03 টি
মাসিক বেতন
পে লেভেল 4 অনুযায়ী (25,500-81,100) টাকা বেতন দেওয়া হবে।
আবেদন শুরু- 21/12/2022
আবেদন শেষ- 11/01/2023
বয়সসীমা
এই পদগুলিতে আবেদনের জন্য 30 বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
- এই পদগুলিতে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হতে হবে।
- ইংরেজি ভাষাতে টাইপিং স্কিলে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
- কমপক্ষে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
- প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে।
- এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে।
- নোটশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- সবশেষে আবেদন মূল্য যোগ করে ফাইনাল সাবমিট করতে হবে।
- তবে আবেদনপত্রের প্রিন্ট কপি সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
- আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 31/01/2022 (5:00 PM)
- আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Joint Director (A&E), Aeronautical Development Agency, Vibhuthipura, Marathahalli Post, Bengaluru – 560037
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
অনলাইনে আবেদন করার শেষ তারিখ 11/01/2022 (10:00 AM)
Important Links
Official Notification: Download Now
Apply Online: Click Here
Official Website: Click Here