WB Community Health Officer Recruitment 2023: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কমিউনিটি হেলথ অফিসার (CHO) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- SHFWS/2022/271
পদের নাম- Community Health Officer (CHO)
মোট শূন্যপদ- ১১০০ টি। (Gen-572, SC-231, ST-66, OBC A- 110, OBC B- 77, Others-44)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM/ B.Sc Nursing/ Post Basic B.Sc Nursing Course সহ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে নিবন্ধন শংসাপত্র থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও বাংলা লিখতে পড়তে ও বলতে জানতে হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ২০,০০০/- টাকা + ৫,০০০/- টাকা (incentive) দেওয়া হবে।
আবেদন শুরু- ৩ জানুয়ারি, ২০২৩
আবেদন শেষ- ৯ জানুয়ারি, ২০২৩
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা (৮৫ নং) ও ইন্টারভিউ (১৫ নং) -এর মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে।