পশ্চিমবঙ্গে পৌরসভায় প্রচুর শূন্যপদে নিয়োগ 2023: পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ পৌরসভায় বোরো অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে ভালো বিষয় হচ্ছে, এখানে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। লিখিত কোন পরীক্ষা নেওয়া হবে না।
তাই যারা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির জন্য অপেক্ষায় রয়েছে তাদের জন্য এটি একটি দারুন সুযোগ হতে পারে। পশ্চিমবঙ্গের সব কয়টি জেলা থেকেই চাকরির জন্য আবেদন করা যাবে। ভাই আপনি যে জেলা থেকেই হোন না কেন এখানে আবেদন করতে পারবেন।
তবে আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত থাকতে হবে, মাসিক বেতন কত করে দেওয়া হবে, শূন্যপদ কয়টি রয়েছে ইত্যাদি নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি ভালো করে জেনে নিতে হবে। এই সমস্ত বিষয়ে নিচে থেকে জেনে নিন এবং তারপরে আবেদন করুন।
নোটিশ মেমো নম্বর: 477/Estt./SMC
নোটিশ প্রকাশের তারিখ: 21/12/2022
বোরো অফিসার নিয়োগের বিস্তারিত তথ্য (Borough Officer Recruitment Details)
পদের নাম:
বোরো অফিসার (Borough Officer)
মাসিক বেতন:
এই চাকরির জন্য প্রতি মাসে 19 হাজার 500 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়স সীমা:
01.12.2022 তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স ৬২ বছরের কম থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
- কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
- ফ্রেশার হলেও আবেদন করা যাবে।
- সরকারি অবসরপ্রাপ্ত অফিসার/ ব্যাংক অফিসার হলে অগ্রাধিকার পাওয়া যাবে।
শূন্যপদ:
উক্ত চাকরির জন্য ২ টি শূন্যপদ থাকায় নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
সরাসরি ইন্টারভিউ (Walk-in Interview) এর মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে উপযুক্ত এবং যোগ্য প্রার্থীদের নির্বাচিত করে নিয়োগ করা হবে। নিয়োগের জন্য কোন লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে না।
ইন্টারভিউ এর স্থান: Conference hall of Siliguri Municipal Corporation.
ইন্টারভিউ এর তারিখ: 17.01.2023 (17 জানুয়ারি 2023)
ইন্টারভিউ এর সময়: সকাল 10:30 টা থেকে দুপুর 12.00 টা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে।
নিয়োগের স্থান:
দার্জিলিং (Darjeeling) জেলার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ করা হবে।
চাকরির ধরন:
সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে ছয় মাসের জন্য উক্ত পদের চাকরিতে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের জন্য আবেদন:
(1) আবেদনকারীকে তার নাম, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা সহ দরকারি বিভিন্ন তথ্য দিয়ে একটি বায়োডাটা (Biodata) বানাতে হবে।
(2) ওই বায়োডাটা এবং দরকারী সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এর কপিগুলি নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকতে হবে।
(3) এক্ষেত্রে আগে থেকে কোথাও আবেদন পত্র পাঠানোর বা অনলাইনে আবেদন করার কোন প্রয়োজন নেই। ইন্টারভিউয়ের দিন সরাসরি উপস্থিত থাকতে হবে।