Bengaliportal: বঙ্গোপসাগরের উপরে ঘনিভূত নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছিল মৌসম ভবন।
এদিকে শুক্রবারই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটেছে। তার প্রভাবে ভরদুপুরেই কলকাতার আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই রবিবার দুপুর থেকে শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই সঙ্গে রাজ্যের একাধিক উপকূলবর্তী জেলাতেও শুরু হয়েছে ঝড়বৃষ্টি।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
হাওয়া অফিসের আধিকারিকেরা জানিয়েছিলেন, রবিবার দুপুর পৌনে ৩টে থেকে আগামী ২-৩ ঘণ্টায় কলকাতা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবিবার দুপুর থেকেই সেই পূর্বাভাস যেন প্রায় অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। ভরদুপুরেই কলকাতায় প্রায় অন্ধকার হয়ে আসে। বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতও শুরু হয়। তবে এক পশলা ভারী বৃষ্টিতেই জল জমে গিয়েছে কলকাতার একাধিক এলাকায়। যার জেরে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।