ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

তুমি আমার থেকে অনেক শক্তিশালী আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্কাকে বার্তা কোহলীর

তুমি আমার থেকে অনেক শক্তিশালী আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্কাকে বার্তা কোহলীর
তুমি আমার থেকে অনেক শক্তিশালী আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্কাকে বার্তা কোহলীর
Rate this post

Bengaliportal: আন্তর্জাতিক নারী দিবসে স্ত্রী অনুষ্কা শর্মা ও কন্যা ভামিকার উদ্দেশে বার্তা দিলেন বিরাট কোহলী। ইনস্টাগ্রামে কোহলী তাঁর সদ্যোজাত মেয়ে সম্পর্কে লিখেছেন, ‘তোমাকে জন্ম নিতে দেখে এক অনাবিল আনন্দ পেয়েছিলাম।’ একইসঙ্গে ঘরণী অনুষ্কা সম্পর্কে কোহলী লিখেছেন, ‘তোমার মত কঠিন মানসিকতার, ভয়ডরহীন, লড়াকু মহিলা খুবই কম দেখেছি।’

স্ত্রী ও কন্যাকে সম্মান জানানোর জন্য ইনস্টাগ্রামের সাহায্য নিলেন ভারত অধিনায়ক। ভামিকা সম্পর্কে কোহলী লিখলেন, “সন্তানকে জন্ম নিতে দেখার অভিজ্ঞতা দারুণ ও অবিশ্বাস্য। সেই মুহূর্তের সাক্ষী হতে পেরে গর্ব বোধ করছি। একই সঙ্গে বুঝতে পেরেছি মহিলাদের মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। ভগবানের দেওয়া সেই শক্তির জন্যই মহিলারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও লড়াকু মানসিকতার।”

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

স্ত্রী অনুষ্কাকেও ভরিয়ে দিলেন প্রশংসায়। লিখলেন, “মহিলা দিবসে তোমাকে শুভেচ্ছা। তুমি খুবই কঠিন মানসিকতার। কঠিন পরিস্থিতিতেও ভয়ডরহীন থাকো। তাই সামনে থেকে লড়াই করতে পারো। তাই তো তোমাকে ও তোমার মত অগণিত মা-কে এই বিশেষ দিনের অনেক শুভেচ্ছা।”

Leave a Reply