ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

নতুন যুগের সূচনা, 5G -তে কত গুণ বাড়বে ইন্টারনেট স্পিড

নতুন যুগের সূচনা, 5G -তে কত গুণ বাড়বে ইন্টারনেট স্পিড
Rate this post

[ad_1]

নতুন যুগের সূচনা, 5G -তে কত গুণ বাড়বে ইন্টারনেট স্পিড

নিজস্ব প্রতিবেদন : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে টেলিকম জগতে আসছে একের পর এক পরিবর্তন। 2G থেকে 3G, এরপর 4G। আর এখন পালা 5G -র। এক সময় যেখানে 1GB ফাইল ডাউনলোড হতে, ঘন্টাখানেক সময় নিত সেই জায়গায় এখন তা হয় মাত্র কয়েক সেকেন্ডে। আগামী দিনে এই ইন্টারনেট স্পিড আরও বৃদ্ধি পেয়ে নতুন যুগের সূচনা করতে চলেছে।

5G স্পেকট্রাম টেলিকম সংস্থাগুলির হাতে তুলে দেওয়ার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। দেশের তিনটি বেসরকারি টেলিকম সংস্থার পাশাপাশি এই নিলামে অংশগ্রহণ করেছে আদানের সংস্থাও। দেশের কোনায় কোনায় এই নতুন পরিষেবা পৌঁছে গেলে ইন্টারনেট দুনিয়ায় ফের একবার যুগান্তকারী পরিবর্তন আসবে।

তবে এই নতুন পরিষেবার ক্ষেত্রে ইন্টারনেট স্পিড কত হবে অর্থাৎ আগের তুলনায় কত গুণ বৃদ্ধি পাবে তা নিয়েই মানুষের মধ্যে কৌতূহল। বছর কয়েক আগে যখন কয়েক আগে যখন 4G পরিষেবা চালু হয় তখন 3G পরিষেবার তুলনায় তার স্পিড ১০ গুণের বেশি বৃদ্ধি পায়। পাশাপাশি এই 4G পরিষেবা লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে দেশে ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে আমূল পরিবর্তন চলে আসে।

5G পরিষেবা লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে এই একই ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা। 4G পরিষেবার তুলনায় ১০ গুণ বেশি বৃদ্ধি পাবে 5G পরিষেবা বলেও মনে করা হচ্ছে। এর পাশাপাশি ইন্টারনেট স্পিড বৃদ্ধি পেলে ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রেও আরও স্বাচ্ছন্দ অনুভব করবেন এবং ব্যবহারের ক্ষেত্রে বিপুল চাহিদা বাড়বে।

5G পরিষেবার ক্ষেত্রে ইন্টারনেট স্পিড ৩০০ এমবিপিএস থেকে বেড়ে ৩ জিবিপিএস-এ পৌঁছে যাবে। এর স্পিড এতটাই বৃদ্ধি পাবে যে, 4G পরিষেবার ক্ষেত্রে যে ফাইল ডাউনলোড করতে সময় লাগতো ৪০ মিনিট, সেই ফাইল ডাউনলোড হবে মাত্র ৩৫ সেকেন্ডে। 5G নেটওয়ার্কে গড়ে ১০০ mbps স্পিড পাওয়া যাবে। 4K নয়, 5G নেটওয়ার্কে খুব সহজেই 8K ভিডিও স্ট্রিম করা যাবে।

[ad_2]

Leave a Reply