ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ডিসেম্বরেই খুলতে পারে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ, আপাতত মানতে হবে এই সমস্ত নিয়ম

অবশেষে অনশনরত চাকরিপ্রার্থীদের সান্তনা দিতে মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
অবশেষে অনশনরত চাকরিপ্রার্থীদের সান্তনা দিতে মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
Rate this post

বেঙ্গলি পোর্টাল: সব কিছু ঠিকঠাক থাকলে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খুলতে চলেছে ডিসেম্বর মাসেই। ঠিক কতজন নিয়ে ক্লাস হবে স্কুলে, কবে থেকে খুলবে স্কুল কলেজের দরজা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গিয়েছে রাজ্যর তরফে। তবে ‌চলতি মাসের মধ্যেই বিধিনিষেধের একটি খসড়া প্রস্তুত হবে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে, স্থির হবে এই অতিমারির সময়ে কীভাবে পড়ুয়াদের স্কুলে আনা যায় এবং তা নিরাপদে সঙ্গে, রবিবার এমনটাই জনিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

নবান্ন সূত্রে খবর, আপাতত ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধই থাকছে সমস্ত স্কুল-কলেজের দরজা। রাজ্যে প্রথম লকডাউনর সময় থেকেই বন্ধ স্কুল-কলেজ। করোনা পরিস্থিতিতেই একে একে প্রকাশিত হয়েছ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার ফলাফল। প্রকাশিত হচ্ছে স্নাতকের ফলও।

আরও পড়ুন: মোদী-চিনফিং তিন বার সাক্ষাৎ হতে চলেছে নভেম্বরেই

তবে এই পর্বে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। পরীক্ষামূলক ভাবে খুলছে সুইমিং পুল, শুধু ক্রিড়াবিদরাই তা ব্য়বহার করতে পারবেন। নন কন্টেইনমেন্ট জোনে খুলতে পরবে থিয়েটার, মাল্টিপ্লেক্সও। তবে কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে হলে মানতে হবে সামাজিক দূরত্ববিধি। লাগবে প্রশাসনিক ছাড়পত্র। মাল্টিপ্লেক্সগুলিতে ৫০ শতাংশ আসনই ভর্তি করা যাবে।

Leave a Reply