ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

আমেরিকায় ট্রাম্প জমানা শেষ, নতুন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলছে সমীক্ষা

The Trump era in America is over
আমেরিকায় ট্রাম্প জমানা শেষ, নতুন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলছে সমীক্ষা
Rate this post

বেঙ্গলি পোর্টাল: ট্রাম্প যুগের অবসান। হোয়াইট হাউসের প্রেসিডেন্টের আসনে বসতে চলেছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। মঙ্গলবার মার্কিন ভোটের দিনে এমনটাই ইঙ্গিত মিলছে ভোট-পূর্ববর্তী সমীক্ষায়। সিএনএন-এর সর্বশেষ সমীক্ষায় দেখা যাচ্ছে, অন্তত ১০ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন ৪২ শতাংশ, অন্য দিকে ৫২ শতাংশই থাকছেন বাইডেনের পক্ষে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

শুধু তাই নয়, পোস্টাল ও আর্লি ব্যলটও ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের থেকে অনেকাংশে এগিয়ে রয়েছেন বাইডেন-কমলা হ্যারিসরা। কেন ট্রাম্পের থেকে মন ঘোরাচ্ছেন মার্কিন বাসি? এক কথার উত্তর হয়তো- কোভিড। আজ পর্যন্ত মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে প্রায় ২ লক্ষ ৩৬ হাজার মানুষের। করোনা আটকাতে পদে পদে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন ডোনাল ট্রাম্প। নিজে আক্রান্ত হয়েও প্রকাশ্যে এসেছেন, এবং একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। এগুলোই হয়তো ভালো ভাবে নেয়নি সাধারণ মানুষ। তার ইঙ্গিত মিলছে সিএনএন বা নিউইয়র্ক টাইমসের শিরোনামে। দ্ব্যার্থহীন ভাষায় নিউইয়র্ক টাইমস বলছে, যে পদ্ধতিতেই সমীক্ষা ‌হোক না কেন, ফোন বা অনলাইন পোল, সর্বত্রই এগিয়ে থাকছেন বাইডেন।

ফাইভ থার্টি ফাইভ নামক একটি সংস্থার রিপোর্টে উঠে এসেছে, ৬৭ শতাংশ মার্কিন নাগরিক উদ্বিগ্ন করোনা নিয়ে। আর সেই কারণেই মানুষ ট্রাম্পের তৎপরতাকে পর্যাপ্ত মনে করছেন না। ফক্স নিউজ সংস্থার আধি‌কারিক রুপার্ট মুডরকও মনে করেন, ট্রাম্প জমানা শেষ। এবং তার একমাত্র কারণ করোনাকালীন প্রশাসনিক ব্যর্থতা।

আরও পড়ুন: করোনার টিকা কারা আগে পাবেন

Leave a Reply