Bengaliportal: ১১ জুলাইয়ের বদলে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে ১৭ জুলাই। পরীক্ষা হবে অফলাইনে। ফল প্রকাশিত হবে ১৪ আগস্টের মধ্যে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিন দফায় কাউন্সেলিং শেষ করা হবে। বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেওয়া হল বলে জানান মলয়েন্দুবাবু। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী এই পরীক্ষা দেবেন। তাঁদের জন্য ২৭৪টি পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে বাড়ির কাছে সেন্টারে পরীক্ষা দিতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার সময় করোনাবিধি মানতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশিকা সেন্টার-ইন-চার্জকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে রাজ্যে এটাই প্রথম অফলাইন পরীক্ষা হতে চলেছে।
আরও পড়ুন: লোকসভায় মিথ্যাচারের অভিযোগে নুসরতের বিরুদ্ধে স্পিকারকে চিঠি দিলেন বিজেপির সাংসদ সঙ্ঘমিত্রা
এদিন সাংবাদিক সম্মেলনে জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, নার্সিংয়ের প্রবেশিকা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভরতির প্রবেশিকা-সহ ১১টি পরীক্ষা যথাসময়ে নেবে বোর্ড।