[ad_1]
নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে একের পর এক তলব এড়ানোর পর অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় তাকে গ্রেফতার করা হয় বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে। প্রথম থেকে তাকে আটক করা হয়েছে এমন জল্পনা শুরু হলেও সরাসরি গ্রেফতার করা হয়েছে বলেই জানা যায়।
গরু পাচার কাণ্ডে একের পর এক তলব এড়ানোর পর এবং চিকিৎসকদের দিয়ে জোর করে ১৪ দিনের বেড রেস্ট লিখে দেওয়ার আবেদন জানানো হলেও কোন কাজ হলো না। চলতি সপ্তাহেই দু’বার সিবিআই তলব এড়ানোর পর বুধবার মধ্যরাতে বোলপুরের রতন কুঠি গেস্ট হাউসে সিবিআইয়ের বিশাল টিম এসে পৌঁছায়। তাদের সঙ্গে ছিল প্রায় এক কোম্পানি সমান কেন্দ্রীয় বাহিনী।
এরপর সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৯টা নাগাদ অনুব্রত মণ্ডলের বাড়ি ধীরে ফেলেন। মূল দরজা ঘিরে ফেলার পাশাপাশি বাকি যে সকল দরজা রয়েছে সেগুলিতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এরপর বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চলার পর তাকে গ্রেফতার করা হয়।
অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর তার বাড়ির সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি। তখনই এক প্রকার টের পাওয়া গিয়েছিল অনুব্রত মণ্ডলকে বের করে নিয়ে আসা হবে। ঠিক তেমনটাই হলো কিছুটা সময় পার হতেই। অনুব্রত মণ্ডলকে বাড়ি থেকে বের করে নিয়ে আসার আগে তার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র গাড়িতে তোলা হয় এবং শেষমেষ তাকে গাড়িতে তুলে সিবিআই আধিকারিকরা রওনা দেন।
গাড়িতে তুলে সিবিআই আধিকারিকরা তাকে দুর্গাপুর হয়ে আসানসোল কোর্ট নিয়ে যাচ্ছেন বলেই জানা যাচ্ছে। কোর্টে তোলার আগে অবশ্যই তার মেডিকেল টেস্ট করা হবে। তারপরেই তাকে আদালতে পেশ করা হবে। সিবিআই আধিকারিকরা অনুব্রত মন্ডলকে নিজেদের হেফাজতে নেবেন বলেই জানা যাচ্ছে সূত্র মারফত।
[ad_2]