মাধ্যমিক পাশে সিভিলিয়ান ডিফেন্সে কর্মী নিয়োগ | Civilian Defence Southern Command Recruitment 2023: সিভিলিয়ান ডিফেন্সে গ্রুপ-C পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হেড কোয়ার্টার সার্দান কম্যান্ডের তরফে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীদের Pune, Mumbai, Devlali, Ahmednagar তে পোস্টিং দেওয়া হবে। মহিলা এবং পুরুষ ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
মাধ্যমিক পাশে সিভিলিয়ান ডিফেন্সে কর্মী নিয়োগ | Civilian Defence Southern Command Recruitment 2023
পদ নাম | শূন্যপদ | যোগ্যতা | বয়সসীমা | বেতন |
---|---|---|---|---|
MTS- মাল্টি টাস্কিং স্টাফ (Messenger) | 13 | মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এক বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। | 18 থেকে 25 বছর | পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন |
MTS- মাল্টি টাস্কিং স্টাফ (Gardener) | 1 | মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এক বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। | 18 থেকে 25 বছর | পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন |
MTS- মাল্টি টাস্কিং স্টাফ (Gardener) | 3 | মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এক বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। | 18 থেকে 25 বছর | পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন |
কুক / Cook | 2 | মাধ্যমিক পাশ করে থাকতে হবে। ভারতীয় রান্না সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে। | 18 থেকে 25 বছর | পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন |
মজদুর / Mazdur | 3 | মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। | 18 থেকে 25 বছর | পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন |
ওয়াশারম্যান / Washerman | 2 | মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। | 18 থেকে 25 বছর | পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন |
সিভিলিয়ান ডিফেন্সে কর্মী নিয়োগ নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে। বিস্তারিত সিলেবাস জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
সিভিলিয়ান ডিফেন্সে কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://www.hqscrecruitment.in/ ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে।
- আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে সিভিলিয়ান ডিফেন্সে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে মাধ্যমিক পাশে জেলা আদালতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2023
- আরও পড়ুন: WBPSC অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর নিয়োগ 2023
- আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি
- আরও পড়ুন: রাজ্যের জেলা আদালতে গ্রুপ-সি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে চাকরি
- আরও পড়ুন: ইন্ডিয়ান নেভিতে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ
সিভিলিয়ান ডিফেন্সে কর্মী নিয়োগ আবেদনের সময়সীমা
08/10/2023 এখানে আবেদন করার শেষ দিন।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
অনলাইনে আবেদন: Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here