পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ – Eastern Railway New Recruitment 2023: আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য এই প্রতিবেদনে খুশির খবর। রেলে মাধ্যমিক পাশে নতুন করে ৩১১৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ – Eastern Railway New Recruitment 2023
পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ মোট শূন্যপদ
৩১১৫ টি।
পদের নাম (Job Title) |
---|
Fitter |
Welder (G&E) |
Mech (MV) |
Mech (Dsl.) |
Machinist |
Carpenter |
Painter |
Lineman (General) |
Wireman |
Ref.& AC Mech. |
Electrician |
Mechanic |
Machine Tool Maint.(MMTM) |
Eastern Railway New Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবেন।
পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ বয়স সীমা
এখানে প্রার্থীদের আবেদন করার জন্য বয়স লাগবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
Eastern Railway New Recruitment 2023 বেতন
আগ্রহী চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে বিভিন্ন পোস্টে বিভিন্ন বেতন রয়েছে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি
আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নিচে অনলাইনে আবেদন করার জন্য লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে আবেদন করবেন।
- আরও পড়ুন: রাজ্যের ব্লকে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে জেলা পরিষদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে হোস্টেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে মাধ্যমিক পাশে MTS নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে আয়ুষ সমিতিতে চাকরি
- আরও পড়ুন: রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্টেট ব্যাঙ্কে বিভিন্ন পদে নিয়োগ
- আরও পড়ুন: SSC কনস্টেবল নিয়োগ 2023
Eastern Railway New Recruitment 2023 আবেদন ফি
UR/OBW/EWS – 100/-
SC/ST/Women/PwBD – 0/-
পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ নিয়োগ প্রক্রিয়া
এখানে আবেদন করার জন্য কোন লিখিত পরীক্ষা হবে না সরাসরি মাধ্যমিকের নম্বর ও আইটিআই নম্বর যোগ করে একটি মেরিট লিস্ট তৈরি করবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।
আবেদনের শুরু তারিখ:২৭/০৯/২০২৩
আবেদনের শেষ তারিখ:২৬/১০/২০২৩
Important Links
Notice Link: Click Here
Website Link: Click Here