রাজ্যের জেলা আদালতে গ্রুপ-সি কর্মী নিয়োগ | Malda District Court Recruitment 2023: রাজ্যের জেলা আদালতে মাধ্যমিক পাশে স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
রাজ্যের জেলা আদালতে গ্রুপ-সি কর্মী নিয়োগ | Malda District Court Recruitment 2023
রাজ্যের জেলা আদালতে গ্রুপ-সি কর্মী নিয়োগ পদের নাম
Stenographer (Grade- II, Grade- III)
Malda District Court Recruitment 2023 মোট শূন্যপদ
৬ টি।
রাজ্যের জেলা আদালতে গ্রুপ-সি কর্মী নিয়োগ বয়সসীমা
আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
Malda District Court Recruitment 2023 বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীদের পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৩২,১০০/- টাকা থেকে ৯৫,৫০০/- টাকা।
রাজ্যের জেলা আদালতে গ্রুপ-সি কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা
Stenographer Grade- II পদের ক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Bachelor Degree সহ কম্পিউটারে টাইপিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং Stenographer Grade- III পদের ক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ কম্পিউটারে টাইপিং কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
- Malda District Court Recruitment 2023 আবেদন পদ্ধতি
আবেদনে যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস একজোট করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
রাজ্যের জেলা আদালতে গ্রুপ-সি কর্মী নিয়োগ আবেদন ফি
আবেদন ফি বাবদ GEN, OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে ৮০০/- টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা ধার্য করা হয়েছে।
- আরও পড়ুন: রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে চাকরি
- আরও পড়ুন: প্রাইমারি টেট ২০২৩ অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত
- আরও পড়ুন: ইন্ডিয়ান নেভিতে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের ব্লকে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে জেলা পরিষদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে হোস্টেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে মাধ্যমিক পাশে MTS নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে আয়ুষ সমিতিতে চাকরি
- আরও পড়ুন: রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্টেট ব্যাঙ্কে বিভিন্ন পদে নিয়োগ
- আরও পড়ুন: SSC কনস্টেবল নিয়োগ 2023
Malda District Court Recruitment 2023 আবেদনের শেষ তারিখ
১২ অক্টোবর, ২০২৩
রাজ্যের জেলা আদালতে গ্রুপ-সি কর্মী নিয়োগ নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে (Paper I- 400 Mark, Paper II- 100, Paper III- 100 Mark) নিয়োগ করা হবে।
Important Links
Official Notice: Download Now
Official Website: Click Here