রাজ্যে রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2023 | WB Rupashree Prakalpa Recruitment 2023: পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের জন্য অনেক রকম প্রকল্প শুরু করেছেন যার মধ্যে একটি হলো, ‘রূপশ্রী’ প্রকল্প। পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য এই প্রকল্পের রচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এই প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
রাজ্যে রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2023 | WB Rupashree Prakalpa Recruitment 2023
রাজ্যে রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2023 পদের নাম
Data Entry Operator
মোট শূন্যপদ
২ টি
রাজ্যে রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2023 শিক্ষাগত যোগ্যতা
i) ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত (Graduation Degree) হতে হবে।
ii) যেসব প্রার্থীর Computer Operating সহ MS Office এর ব্যাপারে জ্ঞান এবং দক্ষতা (Knowledge and Capabilities) থাকবে তাঁরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
iii) এছাড়াও প্রার্থীর Typing Speed নুন্যতম 30wpm হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
- আরও পড়ুন: WBPSC অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর নিয়োগ 2023
- আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি
- আরও পড়ুন: রাজ্যের জেলা আদালতে গ্রুপ-সি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে চাকরি
- আরও পড়ুন: ইন্ডিয়ান নেভিতে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ
রাজ্যে রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2023 আবেদন পদ্ধতি
i) আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইনের (Online) মাধ্যমে।
ii) প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে নিজের Mobile No দিয়ে Registration সম্পন্ন করতে হবে।
iii) এবারে আবেদন জানানোর সময় প্রার্থীকে নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি (Educational Qualification, Date of Birth Certificate, Passport Size Photo) সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড (Scan and Upload) করতে হবে।
নিয়োগ পদ্ধতি:
i) Written Test (৪০ নম্বর)
ii) Computer Test (৫০ নম্বর)
iii) Interview (১০ নম্বর)
নিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
রাজ্যে রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2023 আবেদনের শেষ তারিখ
আগামী ৫ অক্টোবর, ২০২৩
Important Link
Official Website: Click Here
Official Notice: Click Here