ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

দাঁতের মাড়ি ফোলা দাঁতে পোকা লাগা দাঁতের যন্ত্রনা দাঁতের সমস্ত সমস্যা সমাধান

দাঁতের মাড়ি ফোলা দাঁতে পোকা লাগা দাঁতের যন্ত্রনা দাঁতের সমস্ত সমস্যা সমাধান
দাঁতের মাড়ি ফোলা দাঁতে পোকা লাগা দাঁতের যন্ত্রনা দাঁতের সমস্ত সমস্যা সমাধান

দাঁতের মাড়ি ফোলা দাঁতে পোকা লাগা দাঁতের যন্ত্রনা দাঁতের সমস্ত সমস্যা সমাধান: আমাদের দৈনন্দিন জীবনে দাঁত আমাদের চিরদিনের সাথী। বাংলায় একটা প্রবাদ আছে যে, “দাঁত থাকতে দাঁত এর মর্যাদা করো” তাই সময় থাকতে দাঁতকে পর্যালোচনা করুন। দাঁতের ঠিক মতো খেয়াল না রাখলে আমাদের বড়ো বিপদ হতেপারে। দাঁতের যে সমস্যা গুলি আমাদের বিশেষ ভাবে ফেস করতে হয় সেগুলি হলো যথা- দাঁতের যন্ত্রনা, দাঁতের মাড়ি ফোলা, দাঁত ক্ষয়ে যায় ও দাঁতে পোকা লাগার মতো বড়ো সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়।এই সমস্যাগুলি আমাদের জীবনে নানা বাঁধার সৃষ্টি করে থাকে ও জীবনকে অসস্থিকর করে তোলে।

দাঁতের সমস্যা গুলি:

  • দাঁতের যন্ত্রনা
  • দাঁতের মাড়ি ফোলা
  • দাঁত ক্ষয়ে যাওয়া
  • দাঁতে পোকা লাগা

দাঁতের মাড়ি ফোলা, দাঁতে পোকা লাগা, দাঁতের যন্ত্রনা, দাঁতের সমস্ত সমস্যা সমাধান:

দাঁতের সমস্যা হওয়ার কারণ গুলি:

সাধারণত আমাদের অসতর্কতাই হলো দাঁতের সমস্যার কারণ। আমরা দৈনন্দিন যে সমস্ত খাবার খাই তা আমরা ভালো করে পরিষ্কার করিনা তা দাঁতের মধ্যে আটকে থাকে এবং দাঁতের সমস্যার সৃষ্টি করে থাকে যার ফলে দাঁতের যন্ত্রণার মতো কঠিন সমস্যায় পড়তে হয়। আবার অনেক সময় ভিটামিনের অভাবে এই সমস্ত সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন: মুখের ব্রণ দূর করার প্রাকৃতিক উপায়

১. ভিটামিন-সি (vitamin-c) এর অভাবে, ক্যালসিয়ামের অভাবে ও ফসফরাস এর অভাবে দাঁতের সমস্যা হয়।

২. আমরা যে খাবার খাই তার মধ্যে থাকা শর্করা বা প্রোটিন জাতীয় অংশ, মুখের লালার মধ্যে বসবাস করি এক শ্রেণীর জীবাণু দ্বারা জড়িত হয়ে সেই এসিড ও প্রোটিন ধংসকারী উৎসেচকে রূপান্তরিত হয়। ওই এসিড-দাঁতের বহিঃত্বক বা এনামেল ছিদ্র করে -একে বলে ‘দন্ত ক্ষয়’ বা ক্যাবেটিজ। একেই সাধারণ ভাষায় বলে দাঁতে পোকা লাগা।

Dental pain solution
Dental pain solution

৩. আবার আমরা অনেকেই আছি যে সকাল বেলাতে ভালো করে দাঁত-মুখ না পরিষ্কার করে খাওয়া দাওয়া করে থাকি যার ফলে আমাদের দাঁতে সেই সব খাবার লাগে থাকে সেজন্য আমরা কোনো ঠিক সমাধান করে থাকিনা।

৪. চকলেট, লজেন্স, বিস্কুট, কেক খাওয়ার পরেও দাঁতের উপরি ভাগে চট করে আটকে যায় এবং আমরা তা পরিষ্কার করিনা যার ফলে দাঁতের যন্ত্রণা ও নানান সমস্যা দেখা দেয়।

৫. দাঁতের অসুবিধা কারো থাকলে তারা ঠান্ডা কোনো কিছু খাবেন না (আইসক্রিম, লসি, ঠান্ডা জল) ইত্যাদি।

দাঁতের মাড়ি ফোলা, দাঁতে পোকা লাগা, দাঁতের যন্ত্রনা, দাঁতের সমস্ত সমস্যা সমাধান – Dental pain solution

প্রাকৃতিক চিকিৎসা ও প্রতিকার গুলি:

দাঁতের মাড়ি ফোলা ও দাঁতের যন্ত্রনা:- দাঁতের যন্ত্রনা টি আমাদের কে খুবই দুর্বল করে তোলে এবং শরীর কে অস্থির করে তোলে তাই দাঁতের যন্ত্রনা সমস্যা সমাধানে প্রাকৃতিক কিছু চিকিৎসা বা ঘরোয়া চিকিৎসা গুলি হলো-

১. প্রথমত বলি যে প্রতিদিন সকালে উঠে দাঁত ভালো করে ব্রাশ করুন। পারলে সকালে উঠে ও রাতে খাওয়ার পর দাঁত ভালো করে মাজুন তাহলে দাঁতে কোনো রকম সমস্যা হবে না।

২. যদি দাঁতে যন্ত্রনা হয় তাহলে, ২-৩ টি লবঙ্গ থেঁতো করে দাঁতের গোড়ায় লাগাতে হবে। এতে যন্ত্রনা নরম হবে।

৩. গরম জলে এক টুকরো ফিটকিরি মিশিয়ে কুলকুচি করলে যন্ত্রনা নরম হবে।

৪. ৮-১০ টি পেয়ারা পাতা ১ গাঁট আদা থেঁতো করে জলে ফুটিয়ে অল্প লবন দিয়ে কুলকুচি করতে হবে।

৫. ভেরেন্ডা গাছের ডাল বা নিম গাছের ডাল দিয়ে রোজা দাঁত মাজতে হবে। এত দাঁত যন্ত্রনার কোনো সম্ভবনা থাকেনা।

৬. লঙ্কাসিজের আঠা ২ ফোঁটা করে দাঁতে দিতে হবে ৩ ঘন্টা অন্তর অন্তর যন্ত্রনা না কমা পর্যন্ত।

৭. কর্পূরের এক টুকরো যে দাঁতে ব্যাথা হয়েছে সেই খানে লাগাতে হবে।

৮. তুলসী পাতার রস বা পাতা ও কালো মরিচ পেষণ করে বড়ি তৈরি করতে হবে ও যে দাঁতে যন্ত্রণা হচ্ছে তার তলায় মাড়ির উপর তুলোতে করে নিয়ে চেপে রাখতে হবে।

দাঁতে পোকা লাগলে কি করবে:-

১. তুলসী পাতার রসের সঙ্গে কর্পূর মিশিয়ে তাতে তুলো ভিজিয়ে দাঁতের গড়াতে বসিয়ে রাখতে হবে।

২. পোকা দাঁতের উপর আকন্দের আঠা অল্প পরিমান লাগালে দাঁতের পোকা থেকে আরাম পাওয়া যাবে।

৩. নিম গাছের ডাল দাঁতন হিসাবে ব্যবহার করলে পোকা লাগার সম্ভবনা কমে যায়।

Leave a Reply