ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কোলকাতা পুলিশে সহস্রাধিক কর্মী নিয়োগ

কোলকাতা পুলিশে সহস্রাধিক কর্মী নিয়োগ
কোলকাতা পুলিশে সহস্রাধিক কর্মী নিয়োগ
Rate this post

Bengaliportal: কোলকাতা পুলিশে শুরু হতে চলেছে সহস্রাধিক কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা-

১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমগোত্রীয় কোনও বোর্ড থেকে মাধ্যমিক বা সমগোত্রীয় কোনও পরীক্ষায় পাস হতে হবে।

২) বাংলা লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে।

বয়সের সীমা-

১) জেনারেল – ১৮ থেকে ২৭ বছর।

২) এসসি/এসটি – বয়সে পাঁচ বছরের ছাড়।

৩) ওবিসি – বয়সে ৩ বছরের ছাড়।

আবেদনের ফি-

১) জেনারেল ও ওবিসি – ১৭০ টাকা।

২) এসসি/এসটি – ২০ টাকা।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

শারীরিক মাপঝোক-

১) পুরুষ (বাঙালি) – উচ্চতা ১৬৭ সেমি, ওজন ৫৭ কেজি, বুকের ছাতি ৭৮ সেমি (ফুলিয়ে আরও ৫ সেমি বেশি)।

২) পুরুষ (গোর্খা) – উচ্চতা ১৬০ সেমি, ওজন ৫৩ কেজি, বুকের ছাতি ৭৬ সেমি (ফুলিয়ে আরও ৫ সেমি বেশি)।

৩) মহিলা (বাঙালি) – উচ্চতা ১৬০ সেমি, ওজন ৪৯ কেজি।

৪) মহিলা (গোর্খা) – উচ্চতা ১৫২ সেমি, ওজন ৪৫ কেজি।

মাসিক বেতন-

১) নতুন বেসিক – ২২৭০০ টাকা

২) এইচআরএ – ২৭২৪ টাকা

৩) মেডিক্যাল – ৫০০ টাকা

৪) ডিএ – ৬৮১ টাকা

৫) সর্বমোট – ২৬৬০৫ টাকা

প্রার্থী নির্বাচন পদ্ধতি-

১) ফিজিক্যাল মেসারমেন্ট টেস্ট।

২) প্রথম পরীক্ষায় পাস হলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট

৩) পুরুষদের ক্ষেত্রে সাড়ে ৬ মিনিটে ১৬০০ মিটার অতিক্রম করতে হবে। মহিলাদের ক্ষেত্রে ৪ মিনিটে ৮০০ মিটার অতিক্রম করতে হবে।

৪) ১০০ নম্বরের লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ।

৫) সব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হবে।

৬) সবশেষে প্রমাণ খতিয়ে দেখা হবে।

আবেদনের পদ্ধতি-

www.wbpolice.gov.in ওয়েবসাইটে ঢূুকে অনলাইনে আবেদন করতে হবে।

Leave a Reply