ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কেন্দ্রীয় জল শক্তি দপ্তরে চাকরি – Ministry of Jal Shakti Recruitment 2023

Ministry of Jal Shakti Recruitment 2023
Ministry of Jal Shakti Recruitment 2023
Rate this post

কেন্দ্রীয় জল শক্তি দপ্তরে চাকরি – Ministry of Jal Shakti Recruitment 2023: সম্প্রতি মিনিস্ট্রি অফ জলশক্তির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, কেমিস্ট, অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অফিসার পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে মিনিস্ট্রি অফ জলশক্তির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

কেন্দ্রীয় জল শক্তি দপ্তরে চাকরি – Ministry of Jal Shakti Recruitment 2023

সংস্থা:মিনিস্ট্রি অফ জলশক্তি
পদের নাম:ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, কেমিস্ট, অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অফিসার
শূন্যপদের সংখ্যা:১৭
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অফলাইন
আবেদনের শেষ তারিখ:৩১.০৮.২০২৩

কেন্দ্রীয় জল শক্তি দপ্তরে চাকরি – Ministry of Jal Shakti Recruitment 2023

Ministry of Jal Shakti Recruitment 2023 শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

Ministry of Jal Shakti Recruitment 2023 বয়সসীমা

প্রার্থীদের বয়সসীমা ৫৬ বছরের মধ্যে হতে হবে।

Ministry of Jal Shakti Recruitment 2023 বেতন

  • সায়েন্টিস্ট সি/ডি/ই/এফ নির্বাচিত প্রার্থীদের লেভেল ১৩ অনুযায়ী বেতন দেওয়া হবে।
  • সায়েন্টিস্ট ডি, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নির্বাচিত প্রার্থীদের লেভেল ১২ অনুযায়ী বেতন দেওয়া হবে।
  • কেমিস্ট পদে নির্বাচিত প্রার্থীকে লেভেল ৭ অনুযায়ী বেতন দেওয়া হবে।
  • অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত প্রার্থীদের লেভেল ৬ অনুযায়ী বেতন দেওয়া হবে।
  • টেকনিক্যাল অফিসার পদে নির্বাচিত প্রার্থীকে লেভেল ৯ অনুযায়ী বেতন দেওয়া হবে।

Ministry of Jal Shakti Recruitment 2023 মেয়াদকাল

প্রার্থীদের ৪ বছরের মেয়াদে নিয়োগ করা হবে।

Ministry of Jal Shakti Recruitment 2023 আবেদনের যোগ্যতা

সায়েন্টিস্ট এফ পদের জন্য: কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল বা স্বায়ত্তশাসিত সংস্থা বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানের অফিসার- পেরেন্ট ক্যাডার বা বিভাগে অনুরূপ পদে থাকা অফিসাররা পেরেন্ট ক্যাডার বা বিভাগে পে ম্যাট্রিক্সের লেভেল ১৩ অনুযায়ী বেতনপ্রাপ্ত যাঁদের নিয়োগের পরে প্রদত্ত গ্রেডে ২ বছরের চাকরি এবং ৫ বছরের সামগ্রিক অভিজ্ঞতা সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।

সায়েন্টিস্ট ই/ডি, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার: কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল বা স্বায়ত্তশাসিত সংস্থা বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানের অফিসার- অথবাপেরেন্ট ক্যাডার বা বিভাগে পে ম্যাট্রিক্সের লেভেল ১২ অনুযায়ী বেতনপ্রাপ্ত যাঁদের নিয়োগের পরে প্রদত্ত গ্রেডে ৫ বছরের চাকরি এবং ৫ বছরের সামগ্রিক অভিজ্ঞতা সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।

Ministry of Jal Shakti Recruitment 2023 আবেদন পদ্ধতি

আবেদন পাঠাতে হবে এই ঠিকানায়:

‘Administrative Officer, Dr. Syama Peasad Mookerjee National Institute of Water and Sanitation, Near IIMC, P.O. Pailanahat, Diamond Harbour Road, Joka, Kolkata (24 Parganas (South))- 700 104’।

Ministry of Jal Shakti Recruitment 2023 আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১.০৮.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply