ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ব্যালান্স জানার ঝামেলার দিন শেষ, SBI নিয়ে এলো নয়া প্রযুক্তি

ব্যালান্স জানার ঝামেলার দিন শেষ, SBI নিয়ে এলো নয়া প্রযুক্তি
Rate this post

[ad_1]

ব্যালান্স জানার ঝামেলার দিন শেষ, SBI নিয়ে এলো নয়া প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদন : দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জনসংখ্যার সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে এই ব্যাংকের গ্রাহকদের। এই বিপুলসংখ্যক গ্রাহকদের কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিনিয়ত নতুন নতুন ব্যবস্থাপনা আনার কাজ চালাচ্ছে।

মূলত গ্রাহকদের সহজভাবে এবং বাড়িতে বসেই যাতে বিভিন্ন ধরনের পরিষেবা পেয়ে যান সেই জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নতুন নতুন ব্যবস্থাপনার আয়োজন করছে। দিন কয়েক আগেই তারা একাধিক ফোন নম্বর চালু করে, যেগুলির মাধ্যমে বাড়িতে বসেই ব্যাংকের অধিকাংশ কাজ সেরে নেওয়া যেতে পারে। এবার তারা এমন এক ব্যবস্থা নিয়ে এলো যাতে করে ব্যালেন্স জানার জন্য আর ঝামেলা পোহাতে হবে না।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা এবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সঞ্চিত অর্থের পরিমাণ জেনে নিতে পারবেন whatsapp-এর মাধ্যমেই। যেখানে এখন অধিকাংশ মানুষ জনপ্রিয় এই অ্যাপ ব্যবহার করছেন সেই জায়গায় এই পদক্ষেপ যুগান্তকারী। এখনো পর্যন্ত বহু বেসরকারি ব্যাংক রয়েছে যারা এই ধরনের পদক্ষেপ নিতে পারেনি।

Whatsapp এর মাধ্যমে ব্যালেন্স জানার জন্য যে নম্বর ব্যাংকের তরফ থেকে দেওয়া হয়েছে সেই নম্বরটি হল 9022690226। এই নম্বর ব্যবহার করে ব্যালেন্স ছাড়াও জানা যাবে মিনি স্টেটমেন্ট। এই পরিষেবা লাভ করার জন্য গ্রাহকদের WhatsApp Banking রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য ‘WAREG অ্যাকাউন্ট নম্বর’ লিখে পাঠাতে হবে 7208933148 নম্বরে। এই নম্বরে অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বর থেকে টেক্সট মেসেজ করতে হবে।

WhatsApp Banking পরিষেবা রেজিস্টার্ড হয়ে যাওয়ার পর আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে অ্যাকাউন্ট ব্যালেন্স এবং মিনি স্টেটমেন্ট জেনে নিতে পারবেন খুব সহজে। তবে মনে রাখতে হবে সবটাই করতে হবে অ্যাকাউন্টের সঙ্গে থাকা রেজিস্টার্ড নম্বর থেকে।

[ad_2]

Leave a Reply