ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মাঝেরহাট ব্রিজের নতুন নাম হচ্ছে জয় হিন্দ ব্রিজ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মাঝেরহাট ব্রিজের নতুন নাম হচ্ছে ‘জয় হিন্দ’ ব্রিজ ঘোষণা মুখ্যমন্ত্রীর
মাঝেরহাট ব্রিজের নতুন নাম হচ্ছে ‘জয় হিন্দ’ ব্রিজ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rate this post

বেঙ্গলি পোর্টাল: নেতাজির ১২৫ তম জন্মদিবস পালনের প্রথম পদক্ষেপ হিসেবে মাঝেরহাট ব্রিজের নাম বদলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। উদ্বোধনের ২ দিন আগে মুখ্যমন্ত্রী নিজেই জানালেন, মাঝেরহাট ব্রিজের নতুন নাম হবে ‘জয় হিন্দ।’

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

মঙ্গলবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই প্রথমে মুখ্যমন্ত্রী বলেন যে, অবশেষে মাঝেরহাট ব্রিজের কাজ শেষ। আগামী ৩ তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার উদ্বোধন করা হবে সেতুর। এরপরই তিনি বলেন, “এবার নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৫ তম জন্মদিন। সেই কারণে সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হবে। তার মধ্যে প্রথম হল, মাঝেরহাট ব্রিজের নাম পালটে করা হচ্ছে জয় হিন্দ।” তাঁর কথায়, “আমি চাই জয় হিন্দ লোকের মুখে মুখে ঘুরুক, সেই কারণেই এমন সিদ্ধান্ত।”

আরও পড়ুন: অবশেষে অনশনরত চাকরিপ্রার্থীদের সান্তনা দিতে মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

২০১৮ সালের ৪ সেপ্টেম্বর বিকেল ৪টে ৪২ মিনিটে আচমকা ভেঙে পড়েছিল পুরনো দুই লেনের মাঝেরহাট ব্রিজ। বজবজ সেকশনের লাইনের উপর দিয়ে সেতু, তাই প্রথা অনুযায়ী রেলওয়ের অংশের নির্মাণের দায়িত্ব এবং খরচ দেওয়ার কথা রেলের। কিন্তু কেন্দ্রের বরাদ্দের অপেক্ষায় না থেকে পুরো ব্রিজের খরচ ২৫০ কোটি টাকার বেশির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মুখ্যমন্ত্রী। শুধুমাএ মেরামতির দিকে না গিয়ে দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে নতুন করে ৬৫০ মিটার দীর্ঘ নয়া সেতু তৈরির কাজে হাত দেয় পিডব্লুডি, কলকাতা পুরসভা। কয়েকদিন আগে শেষ হয়েছে কাজ। রেলের তরফ থেকে মিলেছে সেফটি সার্টিফিকেটও।

Leave a Reply