[ad_1]
নিজস্ব প্রতিবেদন : ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের হার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে বৃদ্ধি পাচ্ছে প্রতারণা। বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের প্রতারণার ঘটনা সামনে আসছে। এটিএম ব্যবহারের সময় এইরকম বেশ কিছু বিষয় মনে রাখতে হবে। তা নাহলেই অ্যাকাউন্ট থেকে উধাও হতে পারে টাকা।
১) এটিএম পিন সব সময় মনে রাখতে হবে। কোথাও লিখে রাখা যাবে না। পাশাপাশি এই পিন বন্ধু-বান্ধবের সঙ্গেও শেয়ার করা যাবে না। কিছুদিন আগে এইরকম একটি ঘটনায় শান্তিনিকেতন থানার অন্তর্গত এক বৃদ্ধা ৪০ হাজার টাকা খুইয়েছিলেন।
২) এটিএম মেশিনে পিন দেওয়ার সময় এমনভাবে মেশিনের সামনে দাঁড়াতে হবে যাতে আশেপাশে কেউ যদি থাকে তিনি যেন সেই পিন দেখতে না। অর্থাৎ সম্পূর্ণভাবে সতর্ক থাকতে হবে পিন লিক যেন না হয়ে যায়।
৩) এটিএম মেশিন ছাড়ার আগে অবশ্যই ক্যান্সেল বটন প্রেস করুন। এতে অনেকটাই সুরক্ষিত থাকা যায়।
৪) এটিএম কাউন্টার থেকে বেরিয়ে আসার আগে স্লিপ এবং এটিএম কার্ড নিতে ভুলবেন না। স্লিপের কাজ হয়ে গেলে তা ছিঁড়ে ফেলে দিতে পারেন।
৫) এটিএম কার্ড হারিয়ে গেলে বা খুঁজে না পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সেই কার্ড ব্লক করে দিতে হবে। এক্ষেত্রে কোনো রকম ভাবে দেরি করা যাবে না।
৬) এটিএম এর ড্রপবক্সে টাকা জমা করার ক্ষেত্রে সেই টাকা কয়েক দিন পর অ্যাকাউন্ট নম্বরে আপডেট হয়। সেক্ষেত্রে কোন গোলমাল থাকলে ব্যাংকে জানাতে হবে।
৭) এটিএম মেশিন থেকে সবকিছু এন্ট্রি করার পর টাকা বের না হলে সঙ্গে সঙ্গে এটিএম কর্তৃপক্ষ অথবা ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে।
[ad_2]