মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ 2024 | WBSETCL Recruitment 2024: পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে জারি হয়েছে নিয়োগ এর বিজ্ঞপ্তি। রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি একজন চাকরি প্রার্থী হয়ে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন? তবে এখানে অনায়াসেই আবেদন জানাতে পারেন আপনিও। সব থেকে উল্লেখযোগ্য দিক হলো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগে অংশগ্রহণ করা যাবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ 2024 | WBSETCL Recruitment 2024
নিয়োগকারী সংস্থা | West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL) |
---|---|
পদের নাম | টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (আইটিআই) |
মোট শূন্যপদ | 67 |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস এবং যেকোনো ITI থেকে ট্রেড সার্টিফিকেট |
প্রার্থীর বয়সসীমা | ন্যূনতম 18 বছর |
মাসিক স্টাইপেন্ড | 7,700/- টাকা থেকে শুরু |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের সময়সীমা | 07/02/2024 |
মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ 2024 | WBSETCL Recruitment 2024
মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিভাগ তথা West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL) এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
WBSETCL Recruitment 2024 পদের নাম
প্রার্থীদের এখানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (আইটিআই) পদে নিযুক্ত করা হবে।
মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ 2024 মোট শূন্যপদ
আপাতত সব মিলিয়ে 67 টি শূন্যপদ রয়েছে এখানে।
WBSETCL Recruitment 2024 শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে যেকোনো ITI থেকে।
মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ 2024 প্রার্থীর বয়সসীমা
ন্যূনতম 18 বছর বয়স হলেই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন।
WBSETCL Recruitment 2024 মাসিক স্টাইপেন্ড
উপরোক্ত পদ তথা ক্ষেত্রে নিযুক্ত হওয়ার পর মাসিক স্টাইপেন্ড 7,700/- টাকা থেকে শুরু হবে।
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে প্রতিরক্ষা মন্ত্রকে কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: রেলওয়ে প্রোটেকশন ফোর্সে প্রচুর নিয়োগ 2024
- আরও পড়ুন: গ্রিড-ইন্ডিয়ায় প্রচুর কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: জাতীয় সড়ক দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: রাজ্যে মাধ্যমিক পাশে ইন্টারভিউর মাধ্যমে স্বাস্থ্য কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে স্টেনোগ্রাফার নিয়োগ 2024
মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ 2024 আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
1. অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
2. নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে দেবেন।
3. নিজের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার ইত্যাদি আপলোড করুন এক এক করে।
4. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন করেন আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
WBSETCL Recruitment 2024 আবেদনের সময়সীমা
আগামী 07/02/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |