ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

SSC ক্লার্ক নিয়োগ 2024 | SSC Clerk Recruitment 2024

SSC Clerk Recruitment 2024
SSC Clerk Recruitment 2024
Rate this post

SSC ক্লার্ক নিয়োগ 2024 | SSC Clerk Recruitment 2024: SSC এর তরফে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। একই সঙ্গে অসংখ্য শূন্যপদে এবং বেশ কয়েক ধরনের পদে নেওয়া হবে কর্মী। যেকোনো প্রান্ত থেকে যেকেউ চাইলেই অনায়াসেই এখানে আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

SSC ক্লার্ক নিয়োগ 2024 | SSC Clerk Recruitment 2024

নিয়োগকারী সংস্থাএসএসসি (স্টাফ সিলেকশন কমিশন)
পদের নামJunior Secretariat Assistant/Lower Division Clerk, Senior Secretariat Assistant/Upper Division Clerk
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ
প্রার্থীর বয়সসীমাসর্বোচ্চ 50 বছর বয়সের মধ্যে
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের সময়সীমা21/02/2024

SSC ক্লার্ক নিয়োগ 2024 | SSC Clerk Recruitment 2024

SSC ক্লার্ক নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা

এসএসসি তথা স্টাফ সিলেকশন কমিশনের তরফে কর্মী নিয়োগ করা হবে।

SSC Clerk Recruitment 2024 পদের নাম

প্রধান দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,

1. Junior Secretariat Assistant/Lower Division Clerk

2. Senior Secretariat Assistant/Upper Division Clerk

SSC ক্লার্ক নিয়োগ 2024 শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

SSC Clerk Recruitment 2024 প্রার্থীর বয়সসীমা

সর্বোচ্চ 50 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য।

SSC ক্লার্ক নিয়োগ 2024 আবেদন পদ্ধতি

নিম্নে প্রদত্ত ধাপ অনুসরন করে আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে।

1. এসএসসির অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।

2. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

3. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি লাগবে অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে।

4. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।

5. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।

SSC Clerk Recruitment 2024 আবেদনের সময়সীমা

আগামী 21/02/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

Important Links

Official Notification Link1 / Link2
Official WebsiteClick Here 

Leave a Reply