ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বিডিও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2024 | BDO Office DEO Recruitment 2024

BDO Office DEO Recruitment 2024
BDO Office DEO Recruitment 2024
Rate this post

বিডিও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2024 | BDO Office DEO Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যের মিড ডে মিল প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ চলছে। যেখানে ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবেন, কোনপ্রকার অভিজ্ঞতা ছাড়াই। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

বিডিও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2024 | BDO Office DEO Recruitment 2024

নিয়োগকারী সংস্থাmalda.gov.in
পদের নামData Entry Operator (DEO)
বয়সসীমাসর্বনিম্ন 21 বছর থেকে সর্বচ্চ 40 বছর
মাসিক বেতন১৩,০০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস, কম্পিউটার এপ্লিকেশন বিষয়ে সার্টিফিকেট অবশ্যই
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের সময়সীমা16/02/2024

বিডিও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2024 | BDO Office DEO Recruitment 2024

বিডিও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2024 পদের নাম

এখানে যে পোষ্টে নিয়োগ করা হচ্ছে, তা হল – Data Entry Opeartor (DEO) ।

BDO Office DEO Recruitment 2024 বয়সসীমা

এই পোষ্টে এপ্লাই করতে চাইলে, প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

বিডিও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2024 মাসিক বেতন

এখানে যদি আপনি চাকরি পান তাহলে প্রতিমাসে ১৩,০০০/- টাকা মাইনে দেওয়া হবে।

BDO Office DEO Recruitment 2024 শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য, আবেদনকারীদের যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে। সাথে কম্পিউটার এপ্লিকেশন বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। (কম্পিউটার সার্টিফিকেট না থাকলে আবেদন করতে পারবেন না)।

কোথায় নিয়োগ করা হচ্ছে?

১) মালদা জেলার হাবিবপুর ব্লকে নিয়োগ করা হচ্ছে।

২) আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩) এই কাজটি প্রাথমিকভাবে ০১ বছরের চুক্তির ভিত্ততে নিয়োগ করা হবে, সম্পূর্ণ রুপে অস্থায়ী কাজ, পরবর্তীতে কাজের মেয়াদ বাড়ানো হবে।

বিডিও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2024 নিয়োগ পদ্ধতি

এখানে (BDO Office DEO Recruitment 2024) তিনটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। প্রথমে, লিখিত পরীক্ষা হবে, যারা পাশ করবেন তাদেরকে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে, সবশেষে ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে। এরপরে, ডকুমেন্ট ভেরিফিকেশন করার মাধ্যমে সঠিক প্রার্থীকে সিলেকশন করা হবে।

BDO Office DEO Recruitment 2024 আবেদন পদ্ধতি

১) ইচ্ছুক প্রার্থীদের এখানে (BDO Office DEO Recruitment 2024) অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

২) সর্বপ্রথম, নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্ম ও অফিশিয়াল ডাউনলোদ করে, A4 পেপারে প্রিন্ট আউট করে নিন।

৩) এরপরে, নিজের ব্যক্তিগত তথ্য যেমন, নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার বিবরন দিয়ে আবেদন ফর্ম ফিলাপ করতে হবে।

৪) এরপরে, যা যা ডকুমেন্ট চেয়েছে, তা জেরক্স করে আবেদন ফর্মের সাথে একটি মুখবন্ধ খামে ভরে হাবিবপুর ব্লকে নির্দিষ্ট ডেটের আগে জমা দিয়ে আসতে হবে।

বিডিও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2024 গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৯শে জানুয়ারি ২০২৪
আবেদন শেষ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

Important Links

অফিশিয়াল ওয়েবসাইটmalda.gov.in
অফিশিয়াল নোটিশডাউনলোড করুন

Leave a Reply