পাবলিক সার্ভিস কমিশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ 2024 | WBPSC Apprentice Recruitment 2024: রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুন একটি সুখবর। WBPSC (West Bengal Public Service Commission) এর পক্ষ থেকে ফোরম্যান বা এপ্রেন্টিস সুপারভাইজার পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে রাজ্যের যেকোন জেলা থেকে ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
পাবলিক সার্ভিস কমিশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ 2024 | WBPSC Apprentice Recruitment 2024
নিয়োগকারী সংস্থা | West Bengal Public Service Commission (WBPSC) |
---|---|
পদের নাম | FOREMAN/APPRENTICESHIP SUPERVISOR |
মোট শূন্যপদ | 29 |
মাইনে | পে লেভেল 12 অনুযায়ী 35,800/- টাকা থেকে 92,100/- টাকা |
শিক্ষাগত যোগ্যতা | ডিপ্লোমা পাশ ডিগ্রি থাকতে হবে Mechanical/ Electrical/ Electronics/ Automobile/ Computer Science Engineering এই সমস্ত বিষয়ে নুন্যতম 3 বছরের ডিপ্লোমা, এছাড়া 08 বছরের কাজের অভিজ্ঞতা ও বাংলা অথবা নেপালি ভাষা লিখতে ও কথা বলতে জানতে হবে |
বয়স | 37 বছর বা তার কম |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদন ফি | General/OBC প্রার্থীদের 160/- টাকা, SC/ST কাস্টের প্রার্থীদের কোনপ্রকার ফি দিতে হবে না |
আবেদন শুরু | 01/02/2024 |
আবেদন শেষ | 22/02/2024 |
পাবলিক সার্ভিস কমিশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ 2024 | WBPSC Apprentice Recruitment 2024
পাবলিক সার্ভিস কমিশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ 2024 পদের নাম
এখানে যেই পদে কর্মী নিয়োগ করা হচ্ছে,তা হল – FOREMAN/APPRENTICESHIP SUPERVISOR
WBPSC Apprentice Recruitment 2024 মোট শুন্যপদ
এখানে সব মিলিয়ে মোট ২৯টি ভ্যাকান্সি রয়েছে।
পাবলিক সার্ভিস কমিশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ 2024 বেতন
এখানে যদি আপনি চাকরি পান, তাহলে পে লেভেল ১২ অনুযায়ী প্রতিমাসে ৩৫,৮০০/- টাকা থেকে ৯২,১০০/- টাকা পর্যন্ত মাইনে পাবেন।
WBPSC Apprentice Recruitment 2024 শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন (WBPSC Apprentice Recruitment 2024) করতে চাইলে, আবেদনকারীদের Mechanical/ Electrical/ Electronics/ Automobile/ Computer Science Engineering এই সমস্ত বিষয়ে নুন্যতম ৩ বছরের ডিপ্লোমা পাশ ডিগ্রি থাকা চাই। এছাড়া, ০৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং বাংলা অথবা নেপালি ভাষা লিখতে ও কথা বলতে জানতে হবে।
পাবলিক সার্ভিস কমিশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ 2024 বয়স
এই পোষ্টে এপ্লাই করতে চাইলে, প্রার্থীর বয়স ৩৭ বছর বা তার কম হতে হবে। ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে। সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।
- আরও পড়ুন: বিডিও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2024
- আরও পড়ুন: SSC ক্লার্ক নিয়োগ 2024
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে নিয়োগ
- আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ 2024
WBPSC Apprentice Recruitment 2024 আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের এখানে (WBPSC Apprentice Recruitment 2024) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। WBPSC-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। তারপরে, ব্যক্তিগত তথ্য যেমন, নাম ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরন দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। এরপরে পাসপোর্ট সাইজ ফটো ও সিগনেচার আপলোড করে, আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে। সবশেষে সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে রাখবেন।
পাবলিক সার্ভিস কমিশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ 2024 আবেদন ফি
এখানে জেনারেল/OBC প্রার্থীদের ১৬০/- টাকা ফি দিতে হবে এবং SC/ST কাস্টের প্রার্থীদের কোনপ্রকার ফি দিতে হবে না।
WBPSC Apprentice Recruitment 2024 গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ০১ ফেব্রুয়ারি ২০২৪ |
আবেদন শেষ | ২২ ফেব্রুয়ারি ২০২৪ |
Important Links
অফিশিয়াল নোটিশ | Click Here |
অনলাইনে আবেদন | Click Here |