ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে নিয়োগ | National Thermal Power Corporation NTPC Recruitment: বিদ্যুৎ উৎপাদন দপ্তরে জারি হয়েছে কর্মী নিয়োগ (Electricity Department Recruitment) এর বিজ্ঞপ্তি। একই সঙ্গে কয়েক ধরনের ক্ষেত্র তথা পদে এবং অসংখ্য শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে নিয়োগ | National Thermal Power Corporation NTPC Recruitment
নিয়োগকারী সংস্থা | National Thermal Power Corporation (NTPC) |
---|---|
পদের নাম | ইলেকট্রিক্যাল ইরেকশন, মেকানিকাল ইরেকশন, সিভিল কনস্ট্রাকশন |
মোট শূন্যপদ | 100 টি |
বেতনক্রম | উচ্চ হারে বেতন প্রদান করা হবে কর্মীদের, সর্বনিম্ন বেতন 50,000/- টাকা থেকে শুরু হচ্ছে |
আবেদন পদ্ধতি | অনলাইন |
শিক্ষাগত যোগ্যতা | সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার, ইঞ্জিনিয়ারদের আবেদন জানাতে পারে |
প্রার্থীর বয়সসীমা | বয়সসীমা সরাসরি উল্লেখ করা হয়নি, প্রাপ্ত বয়স্ক হওয়ার পাশাপাশি উল্লিখিত যোগ্যতার অধিকারী হলেই আবেদন জানাতে পারবেন |
আবেদনের সময়সীমা | আগামী 20/12/2023 – 03/01/2024 |
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে নিয়োগ | National Thermal Power Corporation NTPC Recruitment
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা
বিদ্যুৎ উৎপাদন বিভাগে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে National Thermal Power Corporation তথা NTPC লিমিটেডের তরফে নেওয়া হবে কর্মী।
National Thermal Power Corporation NTPC Recruitment পদের নাম
এখানে মূলত অভিজ্ঞতা ইঞ্জিনিয়ার (Experienced Engineers) দের নিম্নে প্রদত্ত বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হবে। যথা,
1. ইলেকট্রিক্যাল ইরেকশন
2. মেকানিকাল ইরেকশন
3. সিভিল কনস্ট্রাকশন
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে নিয়োগ মোট শূন্যপদ
সব মিলিয়ে 100 টি শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে। পদ তথা ক্ষেত্র অনুযায়ী শূন্যপদের হিসাব হলো –
1. ইলেকট্রিক্যাল ইরেকশন – 30 টি
2. মেকানিকাল ইরেকশন – 35 টি
3. সিভিল কনস্ট্রাকশন – 35 টি
National Thermal Power Corporation NTPC Recruitment বেতনক্রম
উচ্চ হারে বেতন প্রদান করা হবে কর্মীদের। প্রার্থীদের উল্লিখিত ক্ষেত্রে নিযুক্ত করার পর সর্বনিম্ন বেতন 50,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
- আরও পড়ুন: আয়কর বিভাগে MTS ও স্টেনোগ্রাফার নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ
- আরও পড়ুন: WBPSC ক্লার্ক নিয়োগ 2023
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে এয়ার ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান এয়ার ফোর্সে কর্মী নিয়োগ
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে নিয়োগ আবেদন পদ্ধতি
নিম্নে প্রদত্ত ধাপ অনুসরন করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
2. অনলাইন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে বললে এক এক করে আপলোড করতে হবে।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
National Thermal Power Corporation NTPC Recruitment শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার। সেক্ষেত্রে ইঞ্জিনিয়াররা আবেদন জানাতে পারেন।
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে নিয়োগ প্রার্থীর বয়সসীমা
বয়সসীমা সরাসরি উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হওয়ার পাশাপাশি উল্লিখিত যোগ্যতার অধিকারী হলেই আবেদন জানাতে পারবেন।
National Thermal Power Corporation NTPC Recruitment আবেদনের সময়সীমা
আগামী 20/12/2023 তারিখ থেকে 03/01/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |