পশ্চিমবঙ্গে ইউকো ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ | WB UCO Bank Recruitment: UCO ব্যাংকের তরফে পশ্চিমবঙ্গে জারি হয়েছে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে নেওয়া হবে কর্মী। আপনি কি একজন চাকরি প্রার্থী? দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজ করছেন? এবং ব্যাংকের চাকরিতে আগ্রহ প্রকাশ করেন? তবে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
পশ্চিমবঙ্গে ইউকো ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ | WB UCO Bank Recruitment
নিয়োগকারী সংস্থা | UCO Bank (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক) |
---|---|
পদের নাম | ম্যানেজার পদে কর্মী |
মোট শূন্যপদ | 142 টি |
শিক্ষাগত যোগ্যতা | যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ করে থাকতে হবে |
প্রার্থীর বয়সসীমা | ন্যূনতম 21 বছর হতে হবে, সর্বোচ্চ 35 বছর পর্যন্ত |
মাসিক বেতন | সর্বনিম্ন 48,170/- টাকা থেকে শুরু হবে |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের সময়সীমা | 27/12/2023 |
পশ্চিমবঙ্গে ইউকো ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ | WB UCO Bank Recruitment
পশ্চিমবঙ্গে ইউকো ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা
দেশের অন্যতম স্বনামধন্য ব্যাংক UCO Bank তথা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।
WB UCO Bank Recruitment পদের নাম
ম্যানেজার পদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গে ইউকো ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ মোট শূন্যপদ
সব মিলিয়ে আপাতত 142 টি শূন্যপদে নেওয়া হবে কর্মী।
WB UCO Bank Recruitment শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ করে থাকতে হবে।
পশ্চিমবঙ্গে ইউকো ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ প্রার্থীর বয়সসীমা
ন্যূনতম 21 বছর বয়স হলে নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। সর্বোচ্চ 35 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।
- আরও পড়ুন: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে নিয়োগ
- আরও পড়ুন: আয়কর বিভাগে MTS ও স্টেনোগ্রাফার নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ
- আরও পড়ুন: WBPSC ক্লার্ক নিয়োগ 2023
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে এয়ার ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান এয়ার ফোর্সে কর্মী নিয়োগ
WB UCO Bank Recruitment মাসিক বেতন
নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 48,170/- টাকা থেকে শুরু হচ্ছে।
পশ্চিমবঙ্গে ইউকো ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি
অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিচে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করুন।
2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলুন।
3. এখানে পদের নাম, নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি দেবেন।
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং একটি সিগনেচার করুন ফর্মের মধ্যে।
5. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
WB UCO Bank Recruitment আবেদনের সময়সীমা
আগামী 27/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র পেয়ে যাবেন।
পশ্চিমবঙ্গে ইউকো ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ আবেদন পাঠানোর ঠিকানা
General Manager,UCO Bank, Head Office, 4th Floor, H. R. M Department, 10, BTM Sarani, Kolkata, West Bengal – 700001
Important Links
Official Notification: 1 | Click Here |
Official Notification: 2 | Click Here |
Official Website | Click Here |