ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কলকাতা মেট্রো রেলে প্রচুর কর্মী নিয়োগ | Kolkata Metro Rail Recruitment

Kolkata Metro Rail Recruitment
Kolkata Metro Rail Recruitment
Rate this post

কলকাতা মেট্রো রেলে প্রচুর কর্মী নিয়োগ | Kolkata Metro Rail Recruitment: কলকাতা মেট্রো রেল বিভাগে জারি হলো নিয়োগ এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন পদে এই নিয়োগ করা হবে। সব থেকে বড় কথা হলো, এখানে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। এবং কোনো কোনো রকম পরীক্ষা না নিয়েই প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

কলকাতা মেট্রো রেলে প্রচুর কর্মী নিয়োগ | Kolkata Metro Rail Recruitment

নিয়োগকারী সংস্থাকলকাতা মেট্রো রেল বিভাগ
পদ তথা ক্ষেত্রঅ্যাক্ট অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ129 টি
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ এবং আইটিআই পাশ করে থাকতে হবে
প্রার্থীর বয়সসীমা15 থেকে 24 বছর
কর্মী নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না, মাধ্যমিক এবং আইটিআই এর নম্বরের ভিত্তিতে মেরিট প্রস্তুতি করে নিয়োগ করা হবে
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের সময়সীমা04/01/2024

কলকাতা মেট্রো রেলে প্রচুর কর্মী নিয়োগ | Kolkata Metro Rail Recruitment

কলকাতা মেট্রো রেলে প্রচুর কর্মী নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা

ভারতের সবথেকে প্রাচীন এবং অন্যতম বিখ্যাত মেট্রো রেল বিভাগ তথা কলকাতা মেট্রো রেল বিভাগে নেওয়া হবে কর্মী।

Kolkata Metro Rail Recruitment পদ

প্রার্থীদের মূলত অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্ত করা হবে। সেক্ষেত্রে মোট চার ধরনের পদ তথা ক্ষেত্র রয়েছে –

1. ফিটার

2. ইলেকট্রিশিয়ান

3. মেকানিস্ট

4. ওয়েল্ডার

কলকাতা মেট্রো রেলে প্রচুর কর্মী নিয়োগ মোট শূন্যপদ

উপরের বিভিন্ন পদ তথা ক্ষেত্র মিলে সব মিলিয়ে 129 শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।

Kolkata Metro Rail Recruitment শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই পাশ করে থাকতে হবে।

কলকাতা মেট্রো রেলে প্রচুর কর্মী নিয়োগ প্রার্থীর বয়সসীমা

15 থেকে 24 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন। SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।

Kolkata Metro Rail Recruitment কর্মী নিয়োগ প্রক্রিয়া

কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের মাধ্যমিক এবং আইটিআই এর নম্বরের ভিত্তিতে মেরিট প্রস্তুতি করে নিয়োগ করা হবে।

কলকাতা মেট্রো রেলে প্রচুর কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি

অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। 

1. নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করুন।

2. নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র ভালো করে পূরণ করতে হবে।

3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি, বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।

4. ফর্মের মধ্যে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করুন নিজের।

5. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব ফর্মের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

6. উল্লেখ্য, আবেদনের পূর্বে নিম্নে প্রদত্ত অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।

Kolkata Metro Rail Recruitment আবেদনের সময়সীমা

আগামী 04/01/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

কলকাতা মেট্রো রেলে প্রচুর কর্মী নিয়োগ আবেদন পাঠানোর ঠিকানা

Dy, CPO, Metro Railway, Metro Rail Bhawan, 33/1, J.L. Neheru Road, Kolkata-700071

Important Links

Official NotificationClick Here
Online RegistrationClick Here

Leave a Reply