ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ব্যাঙ্ক অফ বরোদাতে প্রচুর কর্মী নিয়োগ | Bank of Baroda Recruitment

Bank of Baroda Recruitment
Bank of Baroda Recruitment
Rate this post

ব্যাঙ্ক অফ বরোদাতে প্রচুর কর্মী নিয়োগ | Bank of Baroda Recruitment: ব্যাঙ্ক অফ বরোদার তরফে একই সঙ্গে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন এবং ব্যাংকের চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। সেক্ষেত্রে আপনিও চাইলে যেকোনো প্রান্ত থেকে অনায়াসেই এখানে আবেদন জানাতে পারেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

ব্যাঙ্ক অফ বরোদাতে প্রচুর কর্মী নিয়োগ | Bank of Baroda Recruitment

নিয়োগকারী সংস্থাBank of Baroda
পদের নামSenior Manager – MSME Relationship (MMG/S-III)
মোট শূন্যপদ250 টি
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে
প্রার্থীর বয়সসীমা28 থেকে 37 বছর
মাসিক বেতনসর্বনিম্ন 63,840/- টাকা থেকে শুরু
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের সময়সীমা26/12/2023

ব্যাঙ্ক অফ বরোদাতে প্রচুর কর্মী নিয়োগ | Bank of Baroda Recruitment

ব্যাঙ্ক অফ বরোদাতে প্রচুর কর্মী নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা

দেশের অন্যতম বিখ্যাত ব্যাংক তথা ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda).

Bank of Baroda Recruitment পদের নাম

Senior Manager – MSME Relationship (MMG/S-III) পদে নেওয়া হবে কর্মী।

ব্যাঙ্ক অফ বরোদাতে প্রচুর কর্মী নিয়োগ মোট শূন্যপদ

আপাতত সব মিলিয়ে 250 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে এখানে।

Bank of Baroda Recruitment শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে।

ব্যাঙ্ক অফ বরোদাতে প্রচুর কর্মী নিয়োগ প্রার্থীর বয়সসীমা

28 থেকে 37 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন জানাতে পারবেন।

Bank of Baroda Recruitment মাসিক বেতন

মাসিক বেতন উচ্চ। নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 63,840/- টাকা থেকে শুরু হচ্ছে।

ব্যাঙ্ক অফ বরোদাতে প্রচুর কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি

মূলত অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

1.নিচে প্রদত্ত ডাইরেক্ট অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।

2. IBPS এর অনলাইন আবেদনের লিংক খুলে যাবে।

3. সেখানে নিজের মাম, মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করুন।

4. প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে যাবতীয় তথ্য দেবেন।

5. এক্ষেত্রে নিজের বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।

6. গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।

Bank of Baroda Recruitment আবেদনের সময়সীমা

আগামী 26/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

Important Links

Official NotificationClick Here
Official WebsiteClick Here
Apply OnlineClick Here

Leave a Reply