ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে প্রচুর কর্মী নিয়োগ | IGNOU Stenographer Recruitment

IGNOU Stenographer Recruitment
IGNOU Stenographer Recruitment

ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে প্রচুর কর্মী নিয়োগ | IGNOU Stenographer Recruitment: ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে হল ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে দুই ধরণের শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

Table of Contents

ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে প্রচুর কর্মী নিয়োগ | IGNOU Stenographer Recruitment

পদজুনিয়র অ্যাসিস্টেন্ট -কাম- টাইপিস্ট (জেএটি) / Junior Assistant –cum-Typist (JAT)স্টেনোগ্রাফার / Stenographer
শূন্যপদ50 টি52 টি
বয়সসীমা18 থেকে 27 বছর18 থেকে 30 বছর
যোগ্যতাউচ্চ মাধ্যমিক পাশ এবং টাইপিং দক্ষতাউচ্চ মাধ্যমিক পাশ এবং স্টেনোগ্রাফির দক্ষতা
বেতনকেন্দ্রীয় সরকারের লেভেল 2 অনুসারেকেন্দ্রীয় সরকারের লেভেল 4 অনুসারে
নিয়োগ পদ্ধতিলিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টলিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট
আবেদন পদ্ধতিঅনলাইনঅনলাইন
আবেদনের সময়সীমা01/12/2023 – 21/12/202301/12/2023 – 21/12/2023

ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে প্রচুর কর্মী নিয়োগ | IGNOU Stenographer Recruitment

1. জুনিয়র অ্যাসিস্টেন্ট -কাম- টাইপিস্ট (জেএটি) (Junior Assistant –cum-Typist) (JAT)

জুনিয়র অ্যাসিস্টেন্ট -কাম- টাইপিস্ট (জেএটি) শূন্যপদ

50 টি শূন্যপদ রয়েছে।

Junior Assistant –cum-Typist (JAT) বয়সসীমা

18 থেকে 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

জুনিয়র অ্যাসিস্টেন্ট -কাম- টাইপিস্ট (জেএটি) যোগ্যতা

উচ্চ মাধ্যমিক পাশের সাথে টাইপিং দক্ষতা থাকতে হবে প্রার্থীদের।

Junior Assistant –cum-Typist (JAT) বেতন

কেন্দ্রীয় সরকারের লেভেল 2 অনুসারে এখানে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

2. স্টেনোগ্রাফার (Stenographer)

স্টেনোগ্রাফার শূন্যপদ

52 টি শূন্যপদ রয়েছে।

Stenographer বয়সসীমা

18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

স্টেনোগ্রাফার যোগ্যতা

উচ্চ মাধ্যমিক পাশের সাথে স্টেনোগ্রাফির দক্ষতা থাকতে হবে প্রার্থীদের।

Stenographer বেতন

কেন্দ্রীয় সরকারের লেভেল 4 অনুসারে এখানে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে প্রচুর কর্মী নিয়োগ 2024 নিয়োগ পদ্ধতি

এখানে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

IGNOU Stenographer Recruitment আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://exams.nta.ac.in/ ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। পাসপোর্ট ছবি এবং সাক্ষর সঠিক ভাবে আপলোড করার পরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে প্রচুর কর্মী নিয়োগ আবেদন মূল্য

UR এবং OBC প্রার্থীদের 1,000 টাকা এবং SC, ST, EWS, FEMALE, PwBD প্রার্থীদের 6,00 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে প্রার্থীদের।

IGNOU Stenographer Recruitment আবেদনের সময়সীমা

01/12/2023 – 21/12/2023

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply