ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যে আয়ুষ সমিতিতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ 2023 – WB Ayush Samiti Group D Recruitment 2023

WB Ayush Samiti Group D Recruitment 2023
WB Ayush Samiti Group D Recruitment 2023
Rate this post

রাজ্যে আয়ুষ সমিতিতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ 2023 – WB Ayush Samiti Group D Recruitment 2023: আয়ুষ সমিতি ফর ডিসট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে বিভিন্ন পোষ্টের চাকরিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকেই ছেলে এবং মেয়ে উভয় চাকরিপ্রার্থীরা তাদের যোগ্যতার ভিত্তিতে এই চাকরির জন্য আবেদন জানাতে পারবে।

কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি রয়েছে এবং কিভাবে আবেদন করতে হবে- তা আমরা নিচে একে একে জানিয়েছি। আবেদন করতে চাইলে অবশ্যই নিয়োগের বিষয়ে ভালো করে জেনে তারপর আবেদন করবেন। 

রাজ্যে আয়ুষ সমিতিতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ 2023 – WB Ayush Samiti Group D Recruitment 2023

যে পদে নিয়োগ হবে

(1) আয়ুষ MO (Ayush MO)

(2) অ্যাকাউন্ট্যান্ট (Accountant) 

(3) গ্রুপ-ডি (Group-D)

বেতনের পরিমান 

(1) Ayush MO

এখানে 1000/- প্রতিদিন বেতন হিসেবে দেওয়া হবে। ( মাসে সর্বোচ্চ 20 দিনের জন্য বেতন দেওয়া হবে)।

(2) Accountant

মাসিক 12000/- টাকা করে দেওয়া হবে।

(3) Group-D

মাসিক 8000/- টাকা করে দেওয়া হবে এখানে।

আরও পড়ুন: সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অধীনে প্রচুর কর্মী নিয়োগ

আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে প্রচুর শূন্যপদে নিয়োগ

আরও পড়ুন: জি.এ.আই.এল লিমিটেডে জুনিয়র ও সিনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ

আরও পড়ুন: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিভিন্ন পদে চাকরি

আরও পড়ুন: দিল্লি হাই কোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

আরও পড়ুন: জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে বিভিন্ন পদে চাকরি

আরও পড়ুন: ভারতীয় মিউজিয়াম গুলিতে বিভিন্ন পদে নিয়োগ

আরও পড়ুন: কলকাতা বন্দরে SDTM পদে চাকরি

আরও পড়ুন: ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এ বিভিন্ন পদে চাকরি

আরও পড়ুন: সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে চাকরি

বয়সসীমা

(1) Ayush MO

65 বছরের নীচে যে কোনো প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন।

(2) Accountant

62 বছরের নীচে যে কোনো প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন।

(3) Group-D

62 বছরের নীচে যে কোনো প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন।

শূন্যপদের সংখ্যা 

(1) আয়ুষ MO- 1 টি 

(2) অ্যাকাউন্ট্যান্ট- 1 টি 

(3) গ্রুপ-ডি- 1 টি 

শিক্ষাগত যোগ্যতা

(1) Ayush MO

এই পদে আবেদন করতে গেলে প্রার্থীকে অবসরপ্রাপ্ত HMO/SAMO/UMO হতে হবে। সাথে জেলার আয়ুশ বিষয়ে সম্যক জ্ঞান থাকতে হবে।

(2) Accountant

এখানে আবেদনের জন্য প্রার্থীকে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারী কর্মচারী হতে হবে। সাথে কম্পিউটার শিক্ষা থাকতে হবে। এবং অ্যাকাউন্টে অভিজ্ঞতা প্রয়োজন।

(3) Group-D

অবসরপ্রাপ্ত রাজ্য সরকারী কর্মী হলে এই পদে আবেদন করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া

ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা

এখানে আলাদা করে কোনো আবেদন করতে হবে না। 21.03.2023 তারিখে সকাল 10 টার সময় ইন্টারভিউ দিতে নীচের ঠিকানাতে হাজির হতে হবে প্রার্থীদের।

ইন্টারভিউয়ের ঠিকানা 

Office of the Chief Medical Officer of Health Lalbagh, Debibari Road, Cooch Behar. PIN-736101.

যেসব নথিপত্র সাথে নিয়ে যেতে হবে

ইন্টারভিউয়ের দিন নীচের নথিগুলি প্রার্থীদের নিয়ে যেতে হবে- 

1. বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রটি পূরণ করে নিয়ে যেতে হবে। (পরিশিষ্ট-1)

2. শিক্ষাগত যোগ্যতার সকল অরিজিনাল নথি

3. কম্পিউটার সাক্ষরতার সার্টিফিকেট

4. প্রার্থীদের বয়স প্রমাণের যেকোন নথি (মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম শংসাপত্র ইত্যাদি)।

5. আইডি প্রুফের আসল কপি (ভোটার কার্ড বা আধার কার্ড বা অন্য কোনও সরকারি ফটো আইডি প্রমাণ)।

6. PPO /রিলিজ অর্ডারের আসল কপি (Ayish MO পোস্টের জন্য)

7. সমস্ত আসল নথির একটি সেল্ফ অ্যাটেস্টেড ফটোকপি

8. রঙিন পাসপোর্ট সাইজের 1 কপি ছবি।

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply