ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যের কৃষি দপ্তরে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ 2023 – West Bengal Agriculture Department Group-C Recruitment 2023

West Bengal Agriculture Department Group-C Recruitment 2023
West Bengal Agriculture Department Group-C Recruitment 2023

রাজ্যের কৃষি দপ্তরে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ 2023 – West Bengal Agriculture Department Group-C Recruitment 2023: প্রধান মন্ত্রী কৃষক সম্মান যোজনা বা সংক্ষেপে PMSKY এর অধীনে রাজ্যের কৃষি দপ্তর (Department of Agriculture) বা কৃষি ভবনে জেলা ভিত্তিক গ্রুপ-C কর্মী নিয়োগ করা হবে, এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কৃষি দফতর। এখানে একাধিক পদে নিয়োগ করা হবে। রাজ্যের যে কোনো জেলার বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। নীচে নিয়োগ বিষয়ক সমস্ত পদের বিস্তারিত বিবরণ দেওয়া হল। 

রাজ্যের কৃষি দপ্তরে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ 2023 – West Bengal Agriculture Department Group-C Recruitment 2023

1. টেকনিক্যাল এক্সপার্ট (Technical Expert) 

শূন্যপদ- এখানে মাত্র 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের এগ্রিকালচার / হর্টিকালচার / অ্যানিম্যাল হাসবেন্ডারি বা ফরেস্ট্রি বিষয়ে ব্যাচেলর ডিগ্রী করা থাকতে হবে। সাথে খরা প্রতিরোধ, ঋতু পরিবর্তন ইত্যাদি প্রাসঙ্গিক বিভাগে 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার স্কিল থাকাও আবশ্যক।

বয়সসীমা- 65 বছরের কম বয়সী সকলেই এখানে আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় মিলবে।

বেতনক্রম- মাসিক 25,000 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।

নিয়োগ স্থান- পুরুলিয়া জেলার WBDC Office এ পোস্টিং দেওয়া হবে।

2. ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator) 

শূন্যপদ- এই পদের জন্য 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদনের জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েট হতে হবে। সাথে কম্পিউটার সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা- 65 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় মিলবে।

বেতনক্রম- প্রার্থীকে মাসিক 7,500 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ স্থান- পুরুলিয়া জেলার WBDC Office এ পোস্টিং দেওয়া হবে।

3. WDT ইঞ্জিনিয়ার (WDT Engineer) 

শূন্যপদ- এই পদের জন্য 5 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং/এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/হাইড্রকোলজি তে ডিগ্রি আছে যাঁদের, তাঁরা এখানে আবেদনের যোগ্য। বা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। সাথে রুরাল ডেভেলপমেন্ট প্রোজেক্টে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা- 65 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় মিলবে।

বেতনক্রম- মাসিক 10,000 টাকা কর্মীদের বেতন হিসেবে দেওয়া হবে।

নিয়োগ স্থান- প্রোজেক্ট লেভেলে নিয়োগ করা হবে।

4. WDT লিভলিহুড (WDT Livelihood) 

শূন্যপদ- এই পদের জন্য 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- প্রার্থীদের এগ্রিকালচার/ফরেস্ট্রি/প্লান্ট সায়েন্স/অ্যানিম্যাল সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। পাশাপাশি রুরাল ডেভেলপমেন্ট প্রোজেক্টে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা- 65 বছরের কম বয়সী সকলেই এখানে আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় মিলবে।

বেতনক্রম- মাসিক 10,000 টাকা কর্মীদের বেতন হিসেবে দেওয়া হবে।
নিয়োগ স্থান – প্রোজেক্ট লেভেলে নিয়োগ করা হবে।

5. WDT সোশ্যাল ওয়েলফেয়ার (WDT Social Welfare) 

শূন্যপদ- মোট 2 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- প্রার্থীদের রুরাল ডেভেলপমেন্ট/সোশ্যাল ওয়েলফেয়ার/সোশ্যাল সায়েন্স/এগ্রিকালচারাল ইকোনমিক্স বিষয়ে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। এরই সাথে রুরাল ডেভেলপমেন্ট প্রোজেক্টে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা- 65 বছরের কম বয়সী সকলেই এখানে আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় মিলবে।

বেতনক্রম- মাসিক 10,000 টাকা কর্মীদের বেতন হিসেবে দেওয়া হবে।

নিয়োগ স্থান- প্রোজেক্ট লেভেলে নিয়োগ করা হবে।

6. WDT মাইক্রো এন্টারপ্রাইজ (WDT Micro Enterprise) 

শূন্যপদ- এই পদের জন্য 3 টি শূন্যপদ আছে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কমার্স/অর্থনীতি/রুরাল ম্যানেজমেন্ট নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- 65 বছরের কম বয়সী সকলেই এখানে আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় মিলবে।

বেতনক্রম- মাসিক 10,000 টাকা কর্মীদের বেতন হিসেবে দেওয়া হবে।

নিয়োগ স্থান- প্রোজেক্ট লেভেলে নিয়োগ করা হবে।

কৃষি দপ্তরে চাকরির আবেদনের সময়সীমা

আগামী 30.03.2023 তারিখের বিকেল 5.00 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

কৃষি দপ্তরে নিয়োগের আবেদন প্রক্রিয়া

  • এখানে কেবলমাত্র অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। আবেদন করার জন্য http://purulia.nic.in বা http://purulia.gov.in ওয়েবসাইটটি ভিজিট করুন। 
  • আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ডাইরেক্ট লিংক নিচে দেওয়া হয়েছে। লিংকে ক্লিক করে সরাসরি যেকোনো পদের জন্য আবেদন করতে পারবেন। 
  • ফর্মটি সঠিক তথ্য দিয়ে ভালো করে ফিলাপ করুন। প্রয়োজনীয় সকল প্রকার নথি এবং নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং নিজের স্বাক্ষর আপলোড করুন। এখানকার সমস্ত পদগুলিতেই সম্পূর্ণরূপে চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে।

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করুন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply