ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেডে কর্মী নিয়োগ – Indian Rare Earths Ltd Recruitment 2023: ভারতের সমস্ত বেকার যুবক ও যুবতীদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড এর পক্ষ থেকে MT-Technical, MT-HR সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৩৫ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫৭,০০০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেডে কর্মী নিয়োগ – Indian Rare Earths Ltd Recruitment 2023
নিয়োগ সংস্থা | Indian Rare Earths Limited (IREL) |
---|---|
পদের নাম | আরো বিভিন্ন |
মোট শূন্যপদ | ৩৫ টি |
বেতন (₹) | ৫৭,০০০/- |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | irel.co.in |
ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেডে কর্মী নিয়োগ – Indian Rare Earths Ltd Recruitment 2023
Indian Rare Earths Ltd Recruitment 2023 পদের নাম
ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড এর পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
- MT-Technical
- MT-HR
- MT-Finance
ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেডে কর্মী নিয়োগ মোট শূন্যপদ
IREL এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৩৫ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।
Indian Rare Earths Ltd Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে CA/CMA/ B.Com/ BE/ B.Tech/ MBA/ MSW/ স্নাতকোত্তর ডিগ্রি/ ডিপ্লোমা সম্পন্ন করে থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেডে কর্মী নিয়োগ বয়সসীমা
এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ২৭ বছর বয়সে মধ্যে হতে হবে। এখানে প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে ২০ আগষ্ট ২০২৩ তারিখ অনুযায়ী। এছাড়াও সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
Indian Rare Earths Ltd Recruitment 2023 বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫৭,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেডে কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি
ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেডে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রার্থীদেরকে প্রথমে irel.co.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করা হয়ে গেলে রেফারেন্স জন্য আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে ভালো করে রাখতে হবে।
Indian Rare Earths Ltd Recruitment 2023 আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০০/- টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য লাগবে না।
ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেডে কর্মী নিয়োগ আবেদনের শেষ তারিখ
ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ২০ আগষ্ট ২০২৩
- আরও পড়ুন: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় প্রচুর শূন্যপদে নিয়োগ
- আরও পড়ুন: SSC এর মাধ্যমে সাব ইন্সপেক্টর নিয়োগ
- আরও পড়ুন: ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এ কনস্টেবল স্টেনোগ্রাফার নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে জেল পুলিশ নিয়োগ ২০২৩
- আরও পড়ুন: কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক – উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ সি – ডি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: JSSC শিক্ষক নিয়োগ 2023
- আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের রেভিনিউ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: WBPSC -র মাধ্যমে রাজ্যে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্য জুড়ে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: দক্ষিণ পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023
Indian Rare Earths Ltd Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেডে কর্মী নিয়োগ গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২১.০৭.২০২৩ |
আবেদন শুরু | ২১.০৭.২০২৩ |
আবেদন শেষ | ২০.০৮.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
আবেদন লিংক: Apply Here
অফিসিয়াল ওয়েবসাইট: irel.co.in